logo
linkedin logoyoutube logotwitter logofacebook logo
/লাইফস্টাইল
তুমি আমার বেস্ট ফ্রেন্ড - image

তুমি আমার বেস্ট ফ্রেন্ড

31 আগস্ট 2025, বিকাল 4:14

প্রিয় কিআ, তুমি ভাবতে পারবে না জুলাই সংখ্যার ‘কে হবে আগামীর বিটিএস’ লেখায় এনহাইপেনকে দেখে আমি কত্ত বড় লাফ দিয়েছি। সিলিংয়ে মাথা ঠুকে যাচ্ছিল প্রায় (উচ্চতার দিক থেকে আমাকে খাটোই বলতে পারো)। তাহলে বুঝতেই পারছ, আমি কতটা খুশি হয়েছি। যদিও অনেকের বিষয়টা পছন্দ না-ও হতে পারে, তবু আমাদের মতো কে-পপ ফ্যানদের আবদার তুমি রেখেছ, এটাই অনেক। আমি তোমাকে নিয়মিত চিঠি লিখি বলব না, তবে প্রায়ই লিখি। তুমি ছাপবে, সে আশায় লিখি না। কিছু বেস্ট ফ্রেন্ড থাকে না, যারা উত্তর না দিলেও তাদের সঙ্গে কথা শেয়ার করতে ভালো লাগে? তুমিও আমার সে রকম বেস্ট ফ্রেন্ড। তোমাকে চিঠি পাঠিয়েই আমি খুশি। আমি যখন থেকে পুরো বাক্য বানান না করে পড়তে শিখেছি, তখন থেকে তোমার নিয়মিত পাঠক। সেই ২০১৪ সালের জানুয়ারি মাস থেকে। বুঝতেই পারছ, আমার পুরো শৈশব আর কৈশোর, দুটোই তোমার সঙ্গে। আমার বাসায় কিন্তু তোমার একজন বিশেষ পাঠক আছেন—আমার বাবা। নামটা তোমার ‘কিশোর আলো’ হলেও তোমাকে প্রতি মাসে বাসায় আনার পর আমার কিংবা আমার ভাইয়ের আগে বাবাই তোমাকে পড়ে শেষ করে ফেলেন, হা হা। এভাবেই সব সময় আমাদের আনন্দ দিয়ো। ভালো থেকো আমার প্রিয় বন্ধু। নুযহাত ইসলাম এসএসসি পরীক্ষার্থী ২০২৫, বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বরিশাল কিআ: ভাগ্যিস সিলিংয়ে মাথা ঠুকে যায়নি তোমার। সিলিংয়ের যদি কিছু হয়ে যেত? কী জবাব দিতাম তোমার বাবাকে? অনেক পুরোনো পাঠক তুমি। এত দিন ধরে আমাদের সঙ্গে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। ধন্যবাদ তোমার বাবাকেও। সবাই ভালো থেকো।

2 সপ্তাহ আগে

‘পড়াশোনার পাশাপাশি দেশ ও মানুষের কথা ভাবতে হবে’

শেরপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ রোববার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে প্রথম আলো ও শিক্ষাবিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনায় জেলার ৫২৫ শিক্ষার্থী অংশ নেয়। সকাল থেকে দুপুর পর্যন্ত গান, নাচ, আবৃত্তি আর নানা আয়োজনে জমে ওঠে অনুষ্ঠানস্থল। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বন্ধুসভার উপদেষ্টা সমাজকর্মী রাজিয়া সামাদ বলেন, ‘পড়াশোনার পাশাপাশি দেশ ও মানুষের কথা ভাবতে হবে। মানুষ না হলে বিদ্যা কোনো কাজে আসবে না। ভালো করতে না পারলেও খারাপ কাজ কোরো না। সবার আগে দেশ। জন–উদ্যোগের চেয়ারম্যান আবুল কালাম আজাদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের কাঁধেই এ দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। ভাই-বোনদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ পেয়েছি, তা যেন পথ না হারায়, সেদিকে তোমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।’ বক্তব্যের ফাঁকে বন্ধুসভার বন্ধু, স্থানীয় শিল্পী ও কৃতী শিক্ষার্থীরা গান, নাচ ও আবৃত্তি পরিবেশন করে। প্রথম আলোর নেত্রকোনা প্রতিনিধি পল্লব চক্রবর্তী শিক্ষার্থীদের মাদক, মিথ্যা ও মুখস্থবিদ্যাকে ‘না’ বলার শপথ করান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর শেরপুর প্রতিনিধি আবদুল মান্নান। তিনি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেয় কাওসার আহমেদ। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে সে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। কাওসার বলে, ‘অনেক সময় স্কুল থেকে ফিরে খাবার পেতাম না। বাসায় পান্তা ভাত থাকত, সেটাই খেয়ে পড়াশোনা শুরু করতাম। আমার বিশ্বাস ছিল, সফলতা আসবেই। তবে এখনো অনেক দূর যেতে হবে।’ অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই কনকা-গ্রি এবং সহযোগিতায় ছিল কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি (বাংলাদেশ শাখা), আকিজ টেলিকম লিমিটেড, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

2 সপ্তাহ আগে

মোটরসাইকেলে সঙ্গে থাকা যুবক গ্রেপ্তার, ৮ জনের নামে মামলা

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে বসে আছেন তিন বোন। ভেতরে তাঁদের ভাই মহরম আলীর (৩৫) লাশের ময়নাতদন্ত হচ্ছে। একটু পরপরই ভাইয়ের জন্য বিলাপ করতে করতে মুর্ছা যাচ্ছেন বোনেরা। আজ রোববার বেলা সাড়ে ১১টায় গিয়ে এই দৃশ্য দেখা যায়। তিন বোনের মধ্যে দ্বিতীয় রুনা আক্তারের কিছুতেই কান্না থামছে না। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘মহরম আমরার ছোড (ছোট) ভাই। আমি তারে ভাই মনে করছি না; সব সময় তারে দেখছি আমার সন্তানের মতো। আমার সেই ভাইডারে এমন নির্মমভাবে খুন করল পাষাণেরা। তারায় পরিকল্পনা কইরা আমার ভাইডারে খুন করছে। আমি খুনিরার ফাঁসি চাই।’ গতকাল শনিবার রাত আটটার দিকে কুমিল্লা নগরের কাটাবিল এলাকার মসজিদের সামনে মহরম আলীকে কুপিয়ে হত্যা করে এক দল দুর্বৃত্ত। মহরম নগরের মুরাদপুর এলাকার চারু মিয়ার ছেলে। তিনি শ্বশুরবাড়ি কাটাবিল এলাকায় ভাড়া থাকতেন। পুলিশ জানিয়েছে, মহরমের বিরুদ্ধে মাদক, হত্যা, চাঁদাবাজি, ছিনতাই, চুরিসহ অপরাধমূলক কর্মকাণ্ডের অন্তত ১৮টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক কারবার নিয়ে দ্বন্দ্বে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে ওই ঘটনায় গতকাল রাতে নিহত মহরমের বোন রুনা আক্তার বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৮–৯ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে মহরমের সঙ্গে মোটরসাইকেলে থাকা অপু হোসেনকে (৪০) মামলায় আসামি করা হয়েছে। গতকাল রাতেই পুলিশ তাঁকে হেফাজতে নিয়েছে। এ ছাড়া কাটাবিল এলাকার ইমরান, বাপ্পি, শ্যামল, জাবেদসহ সাতজনকে আসামি করা হয়েছে। ঘটনার পর আসামিরা এলাকা থেকে গা-ঢাকা দিয়েছেন। তাঁরা সবাই মাদক কারবারি বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। আজ দুপুর ১২টার দিকে দ্বিতীয় মুরাদপুরের বাসায় গিয়ে দেখা যায় দোচালা একটি টিনের ঘরের ভেতরে দুই সন্তানকে জড়িয়ে ধরে স্বামীর জন্য বিলাপ করছেন নিহত মহরমের স্ত্রী শারমিন আক্তার। শারমিন কাঁদতে কাঁদতে বলেন, ‘সন্ত্রাসী আর মাদক ব্যবসায়ীরা আমার জামাইরে খুন করছে। আমার তো সব শেষ হইয়া গেল। অহন আমি পোলাপান লইয়া কেমনে থাইক্কাম, কই যামু। তারায় পরিকল্পনা করে ঘরেরতে ডাইক্কা আইন্যা আমার জামাইডারে নৃশংসভাবে খুন করছে। আমি তাঁরার ফাঁসি চাই।’ শারমিন আক্তার আরও বলেন, ‘দেড় মাস হয়েছে আমরা জগন্নাথপুরের ভাড়া বাসায় থাকি। শনিবার সন্ধ্যার পর আমার স্বামী খাবার খাচ্ছিলেন। এ সময় কাটাবিলের অপু আমার স্বামীকে ইমুতে কল দিয়ে বলে, “কি মহরম আমাদেরকে ভুলে গেছো? একটু আসো, তোমাকে নিয়ে এক জায়গায় যাব।” তখন সে (মহরম) বলল, “শারমিন, অপু কাকায় কল দিছে, একটু কাটাবিল থেকে ঘুরে আসি।” রাত ৮টার দিকে স্বামীকে খুন করার খবর পেয়ে হাসপাতালে ছুটে যাই।’ শারমিন আক্তার বলেন, ‘মহরম কয়েক মাস ধরে আমাকে প্রায়ই বলত, “শারমিন কাটাবিলের ইমরান, বাপ্পি, শ্যামল, জাবেদরা আমারে মাইরা ফালাইব। আমি তারার ভয়ে আতঙ্কে আছি।” এদের সঙ্গে কয়েক মাস আগে আমার স্বামীর ঝামেলা ও কথা-কাটাকাটি হয়েছিল। শেষ পর্যন্ত মহরমের আশঙ্কাই সত্য হলো। আমার স্বামীকে তারাই কুপিয়ে ও গুলি করে হত্যা করছে। মাথার মধ্যে গুলি করছে চারটি। আমার স্বামীর মাথার মগজ পর্যন্ত বের করে ফেলেছে খুনিরা।’ অপু হোসেনকে আসামি করার প্রসঙ্গে জানতে চাইলে মামলার বাদী রুনা আক্তার প্রথম আলোকে বলেন, ‘অপু কাটাবিল এলাকার প্রভাবশালী। তিনি না চাইলে তাঁর সামনে আমার ভাইকে খুন করার মতো সাহস কারও নেই। আমাদের বিশ্বাস তিনিসহ পরিকল্পনা করেই আমার ভাইকে খুন করিয়েছেন। তিনি আমার ভাইকে ঘর থেকে ডেকে এনেছেন। অপুর বাইকে একই সঙ্গে তারা ছিল, কিন্তু খুনিরা অপুকে কিছুই করল না। এটা কীভাবে হতে পারে? এ ছাড়া আমার ভাই তো এখন কাটাবিল থাকে না, খুনিরা কীভাবে জানল ওই সময়, ওই পথ দিয়ে আমার ভাই যাবে?’ হত্যাকাণ্ডের পর গতকাল রাতে অপু হোসেন দাবি করেন, তাঁদের মোরটসাইবেল কাটাবিল মসজিদের সামনে এলে ২০ থেকে ২৫ জনের একটি দল অতর্কিত হামলা করে। এ সময় তাঁকে (অপু) ধরে টেনেহিঁচড়ে নামিয়ে দেওয়া হয়। চালকের আসনে থাকা অবস্থায় মহরমকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে পাশের একটি দোকানে নিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপানো হয়। আজ দুপুরে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, মামলায় গ্রেপ্তার দেখিয়ে অপুকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহত মহরমের বিরুদ্ধে হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি মাদক কারবারসংক্রান্ত দ্বন্দ্বে এই খুনের ঘটনা ঘটেছে। তদন্ত চলছে, আশা করছি হত্যার নেপথ্যের কারণ দ্রুতই বেরিয়ে আসবে। মহরমকে গুলি করার বিষয়ে তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে সেটি নিশ্চিত হওয়া যাবে।

2 সপ্তাহ আগে

আইডি কার্ডে ছবিটা নেই!

রোজ-প্রতিদিন একই রুটিন ঘড়ির কাঁটায় ছোটা ঘুমজড়ানো কুসুম ভোরে বিছনা ছেড়ে ওঠা। ‘ওয়াশরুমে যাও’ ‘ব্রাশ করে নাও’ ‘নাশতা রেডি প্লেটে’ ‘জলদি করো, হর্ন বেজেছে, বাস দাঁড়িয়ে গেটে।’ চুল আঁচড়িয়ে টাইটা বেঁধে প্যারেড পিটির তালে আজকে চুমু কপালে তো কালকে চুমু গালে। জুতোর ফিতে বাঁধা হলেই ব্যাগটা পিঠে তুলে দুরন্ত খরগোশের মতো, একছুটে ইশকুলে। ইশকুলে আজ হয়নি যাওয়া, সময় গেছে চলে! থমকে আছে ঘড়ির কাঁটা ভোর আসেনি বলে। ইশকুলে আজ হয়নি ছুটি, মিস বলেনি টা টা আগুনপোড়া আর্তনাদে বাজেনি ঘণ্টাটা। জেট ফুয়েলের সেই যে আগুন, সেই যে আকাশ কালো সেই নিশি আর ভোর হলো না, আর ফোটেনি আলো। তীব্র আগুন ছড়িয়ে গেল ক্যানটিনে আর ক্লাসে টিংকার বেল, স্পাইডার–ম্যান কেউ ছিল না পাশে। ঘরটা এখন শূন্য খাঁ খাঁ, ভোরটা কেবল স্মৃতি দুপুর হলেই বুকের ভেতর বিস্ফোরণের ভীতি। চার দেয়ালে রঙের আঁচড় পড়ছে খসে খসে দুপুর কাটে অপেক্ষাতে, এই বুঝি ফিরল সে। বই-খাতা–ড্রেস, সব পুড়ে ছাই, ঝলসে গেছে আঁচে। আইডি কার্ডে ছবিটা নেই, নামটা কেবল আছে। সে নাম ধরে ডাকছি কত, দেয় না মানিক সাড়া এক আগুনে সব পুড়ে শেষ, প্রাণপাখি হাতছাড়া।

2 সপ্তাহ আগে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি

ভাড়া বাসার দারোয়ান এক ছাত্রীকে মারধর করেন—এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। আগামীকাল সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে। আজ রোববার বেলা তিনটার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাটহাজারী উপজেলার অধীন। উপজেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হাটহাজারী উপজেলাধীন ফতেপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব দিক থেকে রেলগেট পর্যন্ত উভয় দিকের এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। এ ছাড়া ২ নম্বর গেট এলাকায় সভা, সমাবেশ, বিক্ষোভ, গণজমায়েত কিংবা অস্ত্র পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। উল্লিখিত এলাকায় পাঁচজনের বেশি ব্যক্তি একসঙ্গে চলাচল করতে পারবেন না। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন প্রথম আলোকে বলেন, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গতকাল শনিবার রাত সোয়া ১২টা থেকে আজ দুপুর পর্যন্ত বিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও অন্তত ১৮০ শিক্ষার্থী আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এ ঘটনায় তাঁদের পক্ষের আহত হয়েছেন ১০ থেকে ১২ জন।

2 সপ্তাহ আগে

পদত্যাগপত্র দিয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আখতারুজ্জামান

হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আখতারুজ্জামান পদত্যাগপত্র দিয়েছেন। আজ রোববার প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে তাঁর সই করা পদত্যাগপত্র পাঠানো হয়। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বিচারপতি মো. আখতারুজ্জামানের বিষয়ে অনুসন্ধান পরিচালনা করছিলেন। বিচারপতি মো. আখতারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে ২৬ আগস্ট চূড়ান্ত শুনানি শেষ হয়। এর মধ্যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজ প্রকাশিত এক নিউজ আপডেটে বিচারপতি মো. আখতারুজ্জামানের পদত্যাগপত্র দেওয়ার বিষয়টি জানানো হয়।

2 সপ্তাহ আগে
footer small logo

ড. মাহফুজুর রহমান
চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক

ওয়াসা ভবন, ১ম তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ 01767404822

সোশ্যাল মিডিয়া

linkedin logoyoutube logotwitter logofacebook logo

আমাদের কথা

আপনার অভিজ্ঞতা

আমাদের লক্ষ্য

ভবিষ্যতের পরিকল্পনা

Design & Developed by:

developed-company-logo