পুতিনের সমালোচক নাভালনির সাড়ে ৩ বছরের কারাদণ্ড

পুতিনের সমালোচক নাভালনির সাড়ে ৩ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক

প্যারোলের শর্ত লঙ্ঘন করার দায়ে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রধান বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

এছাড়া আদালত জানিয়েছে, তার কারাবাসের মেয়াদ সেই সময়ের জন্য কমানো হবে যা তিনি আগে গৃহবন্দি অবস্থায় সম্পন্ন করেছেন। খবর রয়টার্সের।

নাভালনির মিত্ররা সমর্থকদেরকে মস্কোর এই রায়ের বিরুদ্ধে অবিলম্বে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছে। তার আইনজীবী বলেছেন, বিরোধীরা আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম সমালোচক নাভালনিকে জার্মানি থেকে দেশে ফিরে আসার পর ১৭ জানুয়ারি রাশিয়ার সীমান্ত থেকে গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *