আল জাজিরার প্রতিবেদন হলুদ সাংবাদিকতা : স্বরাষ্ট্রমন্ত্রী

আল জাজিরার প্রতিবেদন হলুদ সাংবাদিকতা : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ
আল জাজিরার প্রতিবেদন হলুদ সাংবাদিকতা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, বিশেষ উদ্দেশ্য নিয়েই এ ধরণের সংবাদ প্রকাশ করা হচ্ছে। এমন ভিত্তিহীন সংবাদ দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।
আজ (৩ ফেব্রয়ারি) রাজধানীর গুলশানে নৌ পুলিশের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন, বাংলাদেশকে হেয় করে সরকারকে বেকায়দায় ফেলতে এমন প্রতিবেদন করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে মদ পানে প্রাণহানির বিষয়ে তিনি বলনে, করোনার কারণে মদ আমদানি বন্ধ থাকায় ভেজাল মদের উৎপাদন বেড়েছে। যারা এই ভেজাল মদ বাজারে ছাড়াচ্ছেন তাদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।
মিয়ানমার ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে কি ঘটছে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে মিয়ানমার সীমান্ত দিয়ে কেউ যেন বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *