ওয়াসা ভবন, ১ম তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ 01767000000
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর g
দেশের আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা বিভিন্ন সময় বিতর্কের জন্ম দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি, সাহসী বক্তব্য এবং পরবর্তীতে ধর্মীয় অনুশাসনে ফিরে আসার ঘোষণায় তিনি বহুবার শিরোনামে উঠে এসেছেন। শোবিজ জগতে তার আবির্ভাব যতটা আকর্ষণীয় ছিল, ব্যক্তি জীবনে ছিলেন ততটাই বিতর্কিত। এবার নতুন করে আলোচনায় এলেন নিজের স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনে। বুধবার (৬ আগস্ট) ঢাকার মহানগর আদালতে সানাই তার স্বামী আবূ সালেহ মূসার বিরুদ্ধে যৌতুক দাবি ও তাকে জোর করে দেহব্যবসায় নামানোর চেষ্টার অভিযোগে মামলা করেন। সানাইয়ের আইনজীবী জানান, বিবাহের পর থেকে অর্থনৈতিক ও মানসিক নিপীড়নের শিকার হয়েছেন সানাই। মামলায় উল্লেখ করা হয়, বিয়ের সময় সানাইয়ের পরিবার থেকে দেওয়া হয়েছিল ১৫ ভরি স্বর্ণ ও আসবাবপত্র। পরবর্তীতে ব্যবসার কথা বলে আরও ১৯ লাখ টাকা হাতিয়ে তার স্বামী। অভিযোগে বলা হয়, আবূ সালেহ মূসা ব্যক্তিগত ঋণের দায় শোধ করতে না পেরে স্ত্রী সানাইকে জোর করে দেহ ব্যবসায় নামানোর চেষ্টা করেন। তাতে সানাই রাজি না হলে শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। শুধু তাই নয়, এরপর আরও ২২ লাখ টাকা যৌতুক দাবি করেন মূসা। যৌতুক না পেয়ে গত বছরের ১৫ সেপ্টেম্বর সানাইকে মারধর করে বাসা থেকে বের করে দেন তিনি। এখানেই শেষ নয়। মামলায় আরো বলা হয়েছে, মূসা পরিবারকে হুমকি দেন—যদি দাবি করা টাকা না দেওয়া হয়, তাহলে তিনি অন্যত্র বিয়ে করবেন। এমনকি সানাইয়ের পরিবারের সঙ্গে কথাবার্তার সময়ও একাধিকবার পুনরায় যৌতুক দাবি করেন। এই অবস্থায় আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হন সানাই। দেশের আলোচিত এই মডেলের জীবনে ঘটে যাওয়া এ ঘটনা ইতোমধ্যে নেটদুনিয়ায় চলছে আলোচনা-সমালোচনা। একজন নারী হিসেবে এমন ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ্যে এনে আইনের দ্বারস্থ হওয়ায় অনেকে তার সাহসিকতার প্রশংসা করছেন। এখন দেখার পালা, আদালত এই ঘটনার কী পরিণতি টানে, এবং কতটা ন্যায়বিচার পেতে পারেন সানাই। /টিএ