ওয়াসা ভবন, ১ম তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ 01767000000
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর g
সৌদি রাষ্ট্রদূতের বিরুদ্ধে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগ তুলে হঠাৎই আলোচনায় আসেন মডেল মেঘনা আলম। শুধু তাই নয়, তার বিরুদ্ধে উঠে আসে হানিট্র্যাপ–এর মতো চাঞ্চল্যকর অভিযোগও। আর সেই কারণেই গত এপ্রিলে গ্রেপ্তার হতে হয় তাকে। তবে জামিনে ছাড়া পাওয়ার পরও থামেনি বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শুরু হয় কটাক্ষ ও সমালোচনার ঝড়। কিন্তু সবকিছুর জবাব যেন এবার এক ধাক্কায় দিতে চাইলেন মেঘনা। সৌদি রাষ্ট্রদূত ঈসাকে ঘিরে বিভিন্ন সময়ে নানা মন্তব্য করে আলোচিত হয়েছেন মেঘনা। এবার নিজের ফেসবুক পোস্টে নিজেকে কুমারী দাবি করে সমালোচনার জন্ম দিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে মেঘনা লেখেন, আল-কোরআন আল্লাহর সর্বশেষ বাণী। আজ আদালতে আমি শপথ করেছি, সেই কোরআন হাতে নিয়ে যেটি আমাকে উপহার দিয়েছিলেন ঈসা। তিনি আদালতে কোরআন হাতে শপথ নিয়ে বলেছেন—তার জীবনে কখনো কারো সঙ্গে শারীরিক সম্পর্ক হয়নি, এমনকি সাবেক স্বামী ঈসার সঙ্গেও নয়। মেঘনার ভাষ্য তিনি আজও কুমারী। তিনি আরো বলেন, আমাদের সমাজে পোশাক দেখে চরিত্র বিচার করা হয়, কিন্তু বাহ্যিক চেহারা দিয়ে অন্তর বোঝা যায় না।”তিনি অভিযোগ করেন, একজন ক্ষমতাধর ব্যক্তির সঙ্গে বিবাহ বিচ্ছেদের কারণে তাকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে।তার এই পোস্ট প্রকাশ হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কেউ বলছেন, মেঘনার এ বক্তব্য সাহসী; আবার কারো মতে, এটা শুধু প্রচারণার খেলা। ২০২০ সালের মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতার মঞ্চে আলো ছড়িয়েই শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন মডেল মেঘনা আলম। তখন থেকেই ছিলেন আলোচনায়। কিন্তু এবার তিনি আলোচনার কেন্দ্রবিন্দু নন, বরং বিতর্কের ঝড়ের ঠিক মাঝখানে! এমি/এটিএন বাংলা