এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর g
এটিএন বাংলা ডেস্ক: বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এটিএন বাংলা প্রচার করবে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। সকাল ৭টা ৩০মিনিটে প্রচার হবে প্রভাতী অনুষ্ঠান ‘চায়ের চুমুকে’র বিশেষ পর্বে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সঙ্গীত শিল্পী রেবেকা সুলতানা ও তার স্বামী মোঃ শফিউল্লাহ, সাবেক রাষ্ট্রদূত। ফাইজা খানের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শম্পা মাহমুদ ও নবুয়াত রহমান। সকাল ৮টা ৩০মিনিটে প্রচার হবে ‘আজ সকালের গান’ এর বিশেষ পর্ব। সকাল ৯টা ১৫মিনিটে প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান ‘ফেয়ার এন্ড লাভলী সিনে সং’ এর বিশেষ পর্ব। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নন্দিনী ইসলাম। সকাল ১০টা ৩৫মিনিটে প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘একবার বল ভালবাসি’। বদিউল আলম খোকনের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, রাজ্জাক, ববিতা, মিশা সওদাগর প্রমুখ। দুপুর ৩টা ১০মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘পত্র মিতালী’ রচনাঃ বৃন্দাবন দাস, পরিচালনাঃ সালাউদ্দিন লাভলু। বিকাল ৫টা ২৫মিনিটে প্রচার হবে প্রামাণ্য অনুষ্ঠান ‘ভালবাসার সাতকাহন’ পরিচালনা- আমজাদ কবীর চৌধুরী। সন্ধ্যা ৬টা ১৫মিনিটে প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘আজ ভালবাসার দিন’ পরিচালনাঃ নাহিদ রহমান। রাত ৭টা ৫০মিনিটে প্রচার হবে ফাগুন অডিও ভিশন নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’ পরিচালনাঃ সানজিদা হানিফ। ভালোবাসার বিশেষ ‘পাঁচফোড়ন’। এবারের ‘পাঁচফোড়ন’ সাজানো হয়েছে ভালোবাসা দিবসে এক দম্পতির মান-অভিমান, রাগ-অনুরাগ এবং এর ফলে তাদের সংসারে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে। এসব ঘটনার ফাঁকে ফাঁকেই আসতে থাকে একের পর এক চমকপ্রদ আইটেম। রাত ৮টা ৫০মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘ক্যানভাসে ভালবাসা’ রচনাঃ সেজান নূর, পরিচালনা- বি ইউ শুভ। নাটকটিতে অভিনয় করেছেন সারিকা, এ্যালেন শুভ্র, এস এন জনি প্রমুখ। রাত ১০টা ৫৫মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘একই কথা তুমি বল বার বার’, রচনা ও পরিচালনা- মোহন খান। এছাড়া সর্বশেষ রাত ১টা ২০মিনিটে প্রচার হবে প্রাণ চানাচুর নিবেদিত ছায়াচবির গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে মিউজিক’ এর বিশেষ পর্ব।