এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর g
ভারতে শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। সোমবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে বিজেপি সমর্থিত জোট এনডিএ’র পক্ষ থেকে প্রার্থী হয়েছেন দ্রৌপদী মুর্মু। অন্যদিকে ভারতের বিরোধী শিবির প্রার্থী হিসেবে মনোনীত করেছে যশবন্ত সিনহাকে। আজ লড়াইয়ের ময়দানে দুইজন। সোমবারের নির্বাচনে ভারতের প্রায় ৪৮০০ জন সাংসদ-বিধায়ক নিজেদের ভোট দেবেন। প্রার্থী নির্বাচিত হওয়ার পর থেকেই গেরুয়া শিবিরের তরফ থেকে দাবি করা হয়েছে, এই নির্বাচনে জিতবেন দ্রৌপদী মুর্মুই। রাষ্ট্রপতি নির্বাচন জিতে তিনি দেশের প্রথম আদিবাসী মহিলা হিসেবে পঞ্চদশ রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন। রোববারও ভোট চেয়েছেন বিরোধী দলের প্রার্থী যশবন্ত সিনহা। প্রচারে নেমে তিনি ২ পাতার টুইট করে লিখেছেন, কেন এই নির্বাচনে ভোট তাকেই দেবেন সবাই। যশবন্তের হয়ে সুর মিলিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদবও। তিনি জানান, দেশের মানুষ যশবন্ত সিনহাকে কথা বলতে শুনেছেন। কিন্তু কেউ কখনও দ্রৌপদী মুর্মুকে কথা বলতে শোনেননি। তবে রাজনৈতিক মহলের সমীক্ষা বলছে, রাইসিনা হিলসের লড়াইয়ে সিনহার থেকেও এগিয়েই থাকবেন মুর্মু। আজকের নির্বাচনে কোন ইভিএম ব্যবহার করা হবে না। ব্যালট পেপারে নিজেদের পছন্দের প্রার্থীর নাম লিখবেন সাংসদ-বিধায়করা। সাংসদরা ভোট দেবেন সবুজ পেপারে, আর বিধায়করা দেবেন সবুজ পেপারে। সোমবার সকাল থেকে শুরু হয়ে গিয়েছে দেশের রাষ্ট্রপতি নির্বাচন।ইতিমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে নিজের ভোট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোট দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিজের ভোট প্রদান করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। বিহারের বিজেপি বিধায়ক স্ট্রেচারে করে নিজের ভোট দিতে এসেছেন। কর্নাটক, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীরা ইতিমধ্যে ভোট দিয়েছেন। ভারতের অন্যান্য রাজ্যের মতোই লম্বা লাইন পড়েছে পশ্চিমবাংলার বিধানসভার বাইরেও। দিনের প্রথম ভাগ থেকেই বিজেপি বিধায়করা লাইন দিয়েছেন বাংলা বিধানসভার বাইরে। নিউটাউনের হোটেল থেকে বাসে করে বিজেপি বিধায়করা সোজা পৌঁছে যান বিধানসভায়। প্রত্যেকের গলায় একই ধরণের উত্তরীয়।একই লাইনে নিজেদের ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে তৃণমূলের সাংসদ-বিধায়করাও।