ওয়াসা ভবন, ১ম তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ 01767000000
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর g
স্বপ্ন পূরণের পথে অভিনেত্রী অরুণা বিশ্বাস। সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে তার পরিচালিত অনুদানের সিনেমা ‘অসম্ভব’। অরুণা বিশ্বাস বলেন, শুরুতেই আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই তথ্য মন্ত্রণালয়কে। কারণ এই মন্ত্রণালয় আমার ওপর আস্থা রেখে আমাকে এই সিনেমাটি নির্মাণ করার জন্য সরকারি অনুদান দিয়েছেন। আমাদের পরিবার এখনো যুদ্ধ করে। কষ্ট করে, যুদ্ধ করেই আমাদের অনেক কিছু অর্জন করতে হয়। তারপরও অনেক কষ্টের পর ‘অসম্ভব’ নির্মাণ শেষে যখন সেন্সর বোর্ডের সবাই খুব প্রশংসা করছিলেন তখন মনে হলো যে সত্যি সত্যি জীবনের একটি ধাপ অতিক্রম করতে পেরেছি। বাবার কথা বারবার খুব মনে পড়ছিল যে আমি সেই ব্যক্তিত্ববান সাংস্কৃতিক ব্যক্তিত্বের সন্তান, যার সিনেমা দেখে সেন্সর বোর্ড প্রশংসা করলেন। এখন শুধু একটাই চাওয়া দর্শক যেন হলে গিয়ে সিনেমাটি উপভোগ করে। ভীষণভাবে আমি ‘অসম্ভব’ সিনেমার সকল শিল্পী কলাকুশলীর কাছে কৃতজ্ঞ। সংবাদ মাধ্যমের প্রতিও কৃতজ্ঞ। ‘অসম্ভব’ সিনেমায় অভিনয় করেছেন আবুল হায়াত, জোৎস্না বিশ্বাস, খলিলুর রহমান কাদেরী, শতাব্দী ওয়াদুদ, শাহেদ শরীফ খান, সোহানা সাবা, স্বাগতা, নূর প্রমুখ।