ওয়াসা ভবন, ১ম তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ 01767000000
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর g
ঢাকার সাভারে ডাচ্-বাংলা ব্যাংক বাজার রোড শাখা আনুষ্ঠানিকভাবে নতুন ভবনে স্থানান্তরিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (৩১ আগস্ট) ব্যাংক প্রাঙ্গণে ফিতা কাটা,আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) জনাব শাহ আলম পাটোয়ারী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহ আলম পাটোয়ারী জানান, সারাদেশে ডাচ্-বাংলা ব্যাংকের ২৪০টি শাখা, ৫০০টি সাব-সাব ব্রাঞ্চ , সাড়ে ছয় হাজার এজেন্ট ব্যাংকিং শাখা, ১,৫০০ ফাস্ট ট্র্যাক বুথ এবং বিপুল সংখ্যক এটিএম বুথ রয়েছে। এছাড়া, ৭৭টি মোবাইল ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিং এরিয়া অফিস এবং ২ লাখ রকেট এজেন্ট দেশের নানা প্রান্তে গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে।তিনি আরও বলেন, “আমাদের রয়েছে দেশের অন্যতম শক্তিশালী ব্যাংকিং নেটওয়ার্ক, যা আমাদেরকে গ্রাহক সেবায় শীর্ষ স্থানে রেখেছে। বর্তমানে ৫ কোটি গ্রাহক আমাদের সেবার সঙ্গে যুক্ত, যাদের সুবিধার্থে আমরা প্রতিবছর নতুন প্রযুক্তিতে প্রায় ১ লাখ কোটি টাকা বিনিয়োগ করছি। এখন গ্রাহকরা ভিসা কার্ডের মাধ্যমে নিরাপদ ও দ্রুত সেবা পাচ্ছেন।” এতে আরো বক্তব্য রাখেন, সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ওবাইদুর রহমান অভি,সাবেক অতিরিক্ত সচিব মোফাজ্জল হোসেন,ব্যাংক ভবনের মালিক মুর্শিদা রহমান, ভিপি এন্ড হেড অব ডিএসডি মোহাম্মদ মুনজুরুল কাদির,সাভার রোড শাখা ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) ইবনুল হাসান,ব্র্যাঞ্চ উপ-ব্যবস্থাপক শংকর মজুমদার,ঢাকা ইপিজেট শাখার ম্যানেজার সফিউল আজম ভুইয়া, পল্লীবিদ্রুৎ শাখার ম্যানেজার শফিকুজ্জামান খান, আশুলিয়া শাখার ম্যানেজার কেএম মারুফুল ও জিরাবো শাখার ম্যানেজার মোমতাজ উদ্দিন। এ সময় এজেন্ট ব্যাংককিং সাভার এরিযার অফিসের ইনচার্জ এসসিএম আফাজ উদ্দিন, সাভারের এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম, বিভিন্ন ফাস্ট ট্র্যাক এর ইনচার্জ ও এলাকার বিপুল সংখ্যক গ্রাহকসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। /টিএ