ওয়াসা ভবন, ১ম তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ 01767000000
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর g
দুই ভাই-বোন। একজন ১২ বছর, আরেকজন ১০ বছর ধরে বাড়ির এক কোণে শিকল বন্দি জীবন কাটাচ্ছেন ।আছমা খাতুন ও তার ছোট ভাই জাহাঙ্গীর । কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা গ্রামে মানবেতর এ জীবনযাপন করছেন । দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগলেও অর্থাভাবে হয়নি কোনো চিকিৎসা। সমাজের আলো থেকে বিচ্ছিন্ন, মানবিকতা থেকে বহু দূরে পড়ে ছিলেন তারা। কিন্তু দীর্ঘ নীরবতার প্রাচীর ভেঙে আসে এক আশার আলো। স্থানীয় এক সংবাদকর্মীর চোখে ধরা পড়ে এই হৃদয়বিদারক চিত্র। খবর পেয়ে সোমবার দুপুরে ছুটে যান কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম। নিজের চোখে দেখেন দুই ভাই-বোনের দুর্বিষহ জীবন। ইউএনও মো. মাঈদুল ইসলাম জানান, তাদের সুচিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে উপজেলা প্রশাসন। অ্যাম্বুল্যান্সের মাধ্যমে পাঠানো হবে আছমা ও জাহাঙ্গীরকে। উন্নত চিকিৎসা নিশ্চিত করতেই সরকারিভাবে সব খরচ বহন করা হবে বলে জানান তিনি। পাশাপাশি খাবারসহ অন্যান্য জরুরি সহায়তার ব্যবস্থা করেন তিনি। এদিকে এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের এই পরিবারের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন ইউএনও। সরকারি সহযোগিতা যেমন থাকবে, তেমনি সামাজিক দায়িত্ববোধ থেকেও দরকার এই পরিবারের প্রতি সহানুভূতি ও সহায়তা। শিকল বন্দি জীবন ছেড়ে সুস্থ হয়ে আছমা ও জাহাঙ্গীর সবার মতো মুক্ত বাতাসে হাটাবে এমনটাই আশা করছেন এলাকাবাসী। /টিএ