এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর g
পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে রাজশাহীতে ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার মামলায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার রাত সোয়া ১২টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. এনামুল (৫৫)। তিনি রাজশাহী শহরের শাহমখদুম থানার ভুগরইল এলাকার বাসিন্দা এবং মৃত আব্দুস সাত্তারের ছেলে। নিহত রুহুল আমিন (৩৮) তাঁর ভগ্নিপতি। র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এনামুলকে গ্রেপ্তার করে। র্যাব আজ রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মামলার দ্বিতীয় আসামি এনামুলের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। প্রসঙ্গত, গত ২২ মার্চ পৈতৃক সম্পত্তি নিয়ে রুহুল আমিন ও তার আত্মীয়দের মধ্যে বিরোধ বাধে। তর্ক-বিতর্কের একপর্যায়ে এনামুল রুহুলকে মারধর করেন। এরপর তার ভাই আমিনুল ইসলাম ওরফে মিন্টু ধারালো হাসুয়া দিয়ে রুহুল আমিনের গলায় কোপ দেন, ফলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা শাহমখদুম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি আমিনুল ইসলাম ওরফে মিন্টুকে গত ২৪ মার্চ রাজশাহীর এয়ারপোর্ট থানার পালপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।