এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর g
বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। জীবনানন্দের রূপসী বাংলা কবিতায় ফুটে উঠেছে বাংলা মায়ের অপরূপ সৌন্দর্য। কিন্তুু এই অপরূপ বাংলাকে দেখতে এবং এর সৌন্দর্য উপভোগ করতে আমাদের কতই না আয়োজন করতে হয়। তবে শুধুই কি আয়োজন করে অনেক দুরের কোন স্থানে গিয়ে সৌন্দর্য উপভোগ করতে হয় ! আমাদের চারপাশে কি অপরূপ সৌন্দর্য নেই? অবশ্যই আছে। তবে সে সৌন্দর্য উপভোগ করতে অনেক আয়োজনের প্রয়োজন নেই। শুধু প্রয়োজন একটু চিন্তুা, একটু সময় এবং সুন্দর মনের। আমাদের চারপাশে, প্রতিটি গ্রামে, প্রকৃতির পরতে পরতে রয়েছে সৌন্দর্য। রয়েছে অনেক অজানা তথ্য। আর এসব সৌন্দর্য আর অজানা তথ্য জানাতে এবং প্রকৃতির সৌন্দর্যকে আপনার নিকট উপস্থাপন করতে এটিএন বাংলায় রবি থেকে বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান ‘তাজা চায়ের চুমুকে’। অনুষ্ঠানের প্রতিটি পর্বে তুলে ধরা হয় গ্রাম বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও প্রকৃতিকে। অনুষ্ঠানে আরও থাকে আজকের দিন সম্পর্কে জানা, আজকে জন্মগ্রহনকারীদের তথ্য, আবহাওয়া, রাশিফল, বিউটি টিপস, বাংলার গান, শিল্প সাহিত্যের খবরাখবর এবং অতিথির সাথে আড্ডা। অনুষ্ঠানের প্রতি পর্বেই আড্ডায় অংশগ্রহন করে থাকেন দেশের বিভিন্ন সেক্টরে কর্মরত, নিজ গুনে গুনান্বিত ব্যক্তিবর্গ। ইমতু রাতিশ ও ফাইজা খান এর উপস্থাপনা এবং মোশতাক হোসেন মাশুক এর পরিচালনায় ‘তাজা চায়ের চুমুকে’ অনুষ্ঠানটি তে আজকের অতিথি সাংবাদিক শাহ আলম সাজু। অনুষ্ঠানটি প্রচার হবে আজ (০১ নভেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে এটিএন বাংলায়।