ওয়াসা ভবন, ১ম তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ 01767000000
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর g
সম্প্রতি পাকিস্তানের বন্যা নিয়ে রিপোর্ট করছিলেন এক নারী গণমাধ্যমকর্মী। হাতে মাইক্রোফোন আর লোগোতে দেখা যায় বিবিসির নাম। কিন্তু প্রতিবেদন চলাকালিন তার অদ্ভুত কর্মকাণ্ডের কারণে হঠাৎ নজরে আসেন তিনি। এমনকি নেটিজেনদের আলোচনা তুঙ্গে ওঠে সেই বিবিসির লোগোকে ঘিরে । আর সেই ভিডিও হু হু করে ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। এবার হঠাৎ এমন সত্য প্রকাশ করে বিবিসি যাতে হতবাক নেটিজেনরা। কেন নতুন করে আলোচনায় এলো বিবিসি? আর কেনই বা ধোঁয়াশা ওই গণমাধ্যমকে ঘিরে? বিশ্বজুড়ে বিখ্যাত প্রতিষ্ঠানের নাম ও লোগোর আদলে অনেকেই নিজেদের প্রতিষ্ঠানের নাম ও লোগো বানিয়ে থাকেন। যার ফলে সাধারণ মানুষ সহজেই বিভ্রান্ত হয়ে যায়। শুরুতে কেউ বিষয়টিকে পাত্তা না দিলেও বর্তমানে এমন অনুকরণ আশংকাজনক হারে বেড়েই চলেছে। খুব খেয়াল না করলে যেন বোঝার উপায় নেই যে কোনটা আসল বা কোনটা নকল। ভাইরাল ভিডিওতে ওই নারী গণমাধ্যমকর্মীর হাতে ধরা মাইক্রোফোনের লোগোতে খেয়াল করলে দেখা যায় তাতে লেখা ‘BBC, Urdu News Punjab TV’। আর এতে অনেকেই ধরে নিয়েছিলেন তিনি ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)-এর সংবাদদাতা। তবে পরে জানা যায়, এই ‘BBC’ আসলে সেই বিখ্যাত গণমাধ্যম নয় বরং এটি ‘Bhai Bhai Channel’ নামের একটি ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম, যা পাকিস্তান থেকেই পরিচালিত হয়। আর ভাইরাল হওয়া সংবাদকর্মীর নাম মেহেরুন্নিসা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এ বিষয়টি ভাইরাল হলে দ্রুতই বিবিসি একটি বিবৃতি দিয়ে জানায়, পাকিস্তানে কর্মরত এই সংবাদমাধ্যমের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। বিবিসি জানায়, তাদের অনুমতি ছাড়াই প্রতিষ্ঠানটি এমন নাম ব্যবহার করছে। তবে সমালোচনার মুখেও পিছিয়ে যাননি মেহরুন্নিসা। আরেকটি ভিডিওতে তিনি রসিকতা করে বলেন, ‘তারা বলছে আমরা নাকি বিবিসিকে কপি করেছি। কিন্তু তাদের BBC মানে British Broadcasting Corporation, আর আমাদের BBC মানে Bhai Bhai Channel।’শেষমেষ দেখা যাচ্ছে, এক ভুল বোঝাবুঝিই পরিণত হয়েছে তুমুল আলোচনায়। কেউ খুঁজছেন এর ভেতরে সাংবাদিকতার নৈতিকতার সংকট, আবার কেউ নিচ্ছেন নিছক বিনোদন হিসেবে। তবে মেহরুন্নিসার হালকা রসিকতা যেন বিতর্ককে পরিণত করেছে হাসির খোরাকে। এমি/এটিএন বাংলা