ওয়াসা ভবন, ১ম তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ 01767000000
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর g
লন্ডনের এক ব্যস্ত রাস্তা আর এর পাশে পার্ক করা আছে সারি সারি গাড়ি। হঠাৎ সেখানে হাতে স্প্রে বটল ও তোয়ালে নিয়ে হাজির হয়েছেন এক ভারতীয় শিক্ষার্থী। আর এমন এক কান্ড ঘটিয়ে বসলেন যার ভিডিও রীতিমত ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। কি করেছিলেন সেই তরুণী? ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই তরুণী হঠাৎ একটি গাড়ির জানালায় নক করেন। কাঁচ নামতেই সরাসরি বলে বসেন—স্যার, ২০ পাউন্ড দিন। হতবাক চালক প্রশ্ন ছুঁড়ে দেন, কিসের জন্য? জবাব আসে নির্লজ্জ ও উদ্ভট ভঙ্গিতে, আমি তো আপনার গাড়ির কাচ পরিষ্কার করেছি! চালক তখন অবাক ও ক্ষুব্ধ হয়ে বলেন, আমি তো আপনাকে বলিনি কাঁচ মুছতে! আর সামান্য মুছে দিয়েই এত টাকা দাবি করছেন? কিন্তু তাতে যেন মোটেই ক্ষান্ত হননি সেই তরুণী। তিনি পাল্টা যুক্তি দেন, এটা তো জীবনযাত্রার খরচ। তবে ঘটনা আরও চরমে ওঠে যখন তরুণী গাড়ির সামনে দাঁড়িয়ে হুঁশিয়ারি দেন,যদি যেতে চান, আমাকে ধাক্কা মেরে যেতে হবে। ক্ষিপ্ত মালিক তাকে তখন সরাসরি ডাকাত বলে অভিহিত করেন। কিন্তু তবুও হাল ছাড়েননি ওই ছাত্রী—বারবার ২০ পাউন্ড পেতে একই দাবি তুলেই চলেছিলেন। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ভিডিওটি ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়েছে দাবানলের মতো। শুধু thelasthournews নামের পেজেই এটি দেখা হয়েছে ২১ লাখ বারেরও বেশি। যদিও ঘটনাটির সত্যতা যাচাই করা যায়নি। নেটিজেনদের মধ্যে এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। কেউ কেউ তরুণীর এমন আচরণকে সমালোচনা করছেন আবার কেউ কেউ মনে করছেন ঘটনাটি স্রেফ সাজানো নাটক। ভিডিওটির মন্তব্যের ঘরে, কয়েকজন লিখেছেন, এর আগে একই তরুণী ও গাড়ির মালিককে ভিন্ন ভিন্ন ঘটনায় একসঙ্গে দেখা গেছে। ফলে অনেকেই ভিডিওটিকে স্ক্রিপ্টেড বা বিনোদনের উদ্দেশ্যে তৈরি বলে ধারণা করছেন। তবে সত্যি হোক বা সাজানো, এই ভিডিও ঘিরে একদিকে যেমন ভাইরাল বিতর্ক চলছে, তেমনি আবার সামনে আসছে যুক্তরাজ্যে আকাশছোঁয়া জীবনযাত্রার খরচের প্রসঙ্গও। এমি/এটিএন বাংলা