ওয়াসা ভবন, ১ম তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ 01767000000
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর g
বর্তমানে অনেকেই একাকিত্ব দূর করতে প্রেমিক কিংবা প্রেমিকা খুঁজে বেড়ান সোশাল মিডিয়ায়। আর ফেসবুক, ইনস্টাগ্রামের কল্যাণে এখন বিভিন্ন প্রেমিক জুটির অদ্ভুত কর্মকান্ডও চোখে পড়ে। এসব জুটির মধ্যে পোশাকে, আচার-আচরণে, এমনকি বয়সের ব্যবধানেও স্পষ্ট ফারাক দেখা যায়। অনেকে বেশি বয়সের ব্যবধানকে স্বাগত জানালেও এখনো নাক সিটকান বহু মানুষ। নিজেকে কমবয়সী দেখিয়ে এক মধ্যবয়সী নারী প্রেমের ফাঁদে ফেলেছিলেন তার থেকে অন্তত হাঁটুর বয়সী এক যুবককে। এরপর যা ঘটল, তা বোধহয় কেউ নিজের জীবনে কল্পনাও করতে চাইবেন না। কি হয়েছিলো সেই নারীর সঙ্গে? ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মেইনপুরী জেলায়। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রানী নামের ৫২ বছর বয়সী এক নারীর সঙ্গে পরিচয় হয় অরুণ রাজপুত নামের এক ২৬ বছরের যুবকের। পরিচয় থেকে দ্রুতই সম্পর্ক গড়ায় প্রণয়ে। এরপর একবছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন তারা। কিন্তু বিপত্তি বাধে তখনই যখন তারা প্রথম দেখা করেছিলেন। ইনস্টাগ্রামে ফিল্টার ব্যবহার করে নিজেকে এতদিন তরুণী হিসেবে উপস্থাপন করলেও বাস্তবে বয়সের ফারাক দেখে মোহ ভাঙে ওই যুবকের। এরপর কয়েকদিন পর যখন আরো জানলেন যে ওই নারী ইতোমধ্যেই বিবাহিতা এবং চার সন্তানের জননী তখন বোধহয় পালানোর পথ খুজছিলেন এই অনলাইন প্রেমিকার হাত থেকে বাঁচতে। যদিও প্রেমিকার কাছ থেকে দেড় লাখ টাকা ধার নিয়েও ফেরত দিচ্ছিলেন না অরুন। আর তাতে নিজের মান বাচাতে প্রেমিককে বিয়ের জন্য চাপ দিয়েছিলেন ওই নারী। এমনকি টাকাটা ফেরত চাইতে প্রেমিকের সঙ্গে গত ১১ অগাস্ট আবারও দেখা করেন তিনি। আর সেই দেখা করাই কাল হলো এ নারীর জীবনে। এরপর যা ঘটল তা রীতিমত নির্মম। বয়স্ক প্রেমিকার দাবির হাত থেকে মুক্তি পেতে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন অরুণ। তারপর প্রেমিকার ফোনটি নিয়ে সিম কার্ড সরিয়ে ফেলেন। তবুও শেষ রক্ষা হয়নি অভিযুক্ত প্রেমিকের। পুলিশের হাতে ঠিকই ধরা পড়েন তিনি। আর পুরো ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। এমি/এটিএন বাংলা