ওয়াসা ভবন, ১ম তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ 01767000000
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর g
চীনের রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক তিয়ানআনমেন স্কয়ার, যেখানে প্যারেডে যোগ দেয়ার আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ও তার স্ত্রী ড. ওয়ান আজিজাহকে উষ্ঞ অভ্যর্থনা জানাতে করমর্দনের উদ্দেশে হাত বাড়িয়েছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। কিন্তু সে মুহূর্তে ঘটলো এমন এক ঘটনা যা রীতিমত ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। বুধবার কিম জং উন, ভ্লাডিমির পুতিনসহ বিশ্বের শক্তিশালী রাষ্ট্রপ্রধানরা চিনের বিজয় দিবসের প্যারেডে যোগ দিতে এসেছেন। আর এমন হেভিওয়েট আনুষ্ঠানিকতার দিকে যেন বিষ্ময়ে তাকিয়ে রয়েছে গোটা বিশ্বের মানুষ। গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানে যোগ দিতে চীনে এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ও তার স্ত্রী ড. ওয়ান আজিজাহও। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, প্রেসিডেন্ট শি জিনপিং হাসিমুখে তাদের দিকে হাত বাড়ালেন, আর সবাইকে অবাক করে দিয়ে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছেন মালয়েশিয়ার ফার্স্ট লেডি ড. ওয়ান আজিজাহ। কেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর প্রেসিডেন্টের আমন্ত্রণে যোগ দিয়েও তার সঙ্গে হাত মেলাননি মালয়েশিয়ার ফার্সট লেডি? জানা গেছে, ধর্মীয় বিশ্বাসের কারণেই তিনি হাত মেলাননি চীনের প্রেসিডেন্টের সঙ্গে। তবে ঠিকই চীনের ফার্স্ট লেডি পেঙের সঙ্গে হাত মিলিয়েছেন তিনি। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা। কেউ কেউ বলছেন, ভরা মজলিশে এমন অস্বীকৃতি শি জিনপিংয়ের জন্য লজ্জাজনক আবার অনেকেই মালয়েশিয়ার ফার্স্ট লেডিকে নীতিবোধ ও ধর্মীয় অনুশাসনের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য প্রশংসায় ভাসাচ্ছেন। এদিকে আনোয়ার ইব্রাহিম বর্তমানে চার দিনের সফরে চীনে অবস্থান করছেন। সফরের অংশ হিসেবে তিনি প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন। অংশ নিয়েছেন তিয়ানজিনে অনুষ্ঠিত এসসিও প্লাস সম্মেলনে এবং চীনের শীর্ষ শিল্প উদ্যোক্তাদের সঙ্গেও মতবিনিময় করেছেন। অন্যদিকে একই আয়োজনে যোগ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ আরও অনেকে। তবে এত কূটনৈতিক জৌলুশের মাঝেও আলোচনার কেন্দ্রে চলে এসেছে এই মুহূর্তও যেখানে করমর্দনের বদলে ধর্মীয় রীতি মেনে সৌজন্যতা প্রকাশ করেও সম্মান প্রদর্শন সম্ভব। এমি/এটিএন বাংলা