এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর g
এটিএন বাংলা ডেস্ক: নন্দিত নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণ করেছে ভালোবাসার বিশেষ ‘পাঁচফোড়ন’। অনুষ্ঠানটি এটিএন বাংলায় আজ (১৪ ফেব্র“য়ারি) রাত ৭টা ৫০মিনিটে প্রচার হবে। এবারের ‘পাঁচফোড়ন’ সাজানো হয়েছে ভালোবাসা দিবসে এক দম্পতির মান-অভিমান, রাগ-অনুরাগ এবং এর ফলে তাদের সংসারে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে। এসব ঘটনার ফাঁকে ফাঁকেই আসতে থাকে একের পর এক চমকপ্রদ আইটেম। অনুষ্ঠানে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন আবদুল কাদের ও শামীমা নাজনীন। এবারের পাঁচফোড়নে মূল গান রয়েছে ২টি। ‘পিরিতি কাঁঠালের আঠা...’ শীর্ষক জনপ্রিয় লোকসংগীতটি ভিন্নভাবে পরিবেশন করেছেন পলাশ। গানটির সংগীতায়োজন করেছেন জেভিয়ার টয়। ঢাকা ও ঢাকার আশেপাশে গানটির চিত্রায়ণ করা হয়েছে। আর একটি গান গেয়েছেন ডলি সায়ন্তনী। গানটি লিখেছেন প্রদীপ সাহা, সুর করেছেন অভি আকাশ। ঢাকার একটি মনোরম লোকেশনে গানটির চিত্রায়ণ করা হয়েছে। রয়েছে রংপুরের ‘চাকা’ দলের একদল নৃত্য শিল্পীর পরিবেশনায় ভালোবাসার গানের সঙ্গে চমৎকার একটি নৃত্য। ভালোবাসার মানুষের খোঁজে যুক্তরাষ্ট্রের অরিয়েন্ট শহর থেকে এলিজাবেথ এসলিক নামক এক তরুণীর বাংলাদেশের ঝিনাইদহের মিঠুন বিশ্বাসের কাছে ছুটে আসা এবং তাদের ঘর বাঁধার উপর একটি প্রতিবেদন। এছাড়ারাও রয়েছে ওবাইদুর ও শারীরিক প্রতিবন্ধী মহুয়া আক্তার মুক্তার নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ভালোবাসার সংসার গড়ার উপর ভালোবাসার প্রতিবেদন।