এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর g
এটিএন বাংলায় আজ (০৭ ডিসেম্বর) বিকাল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে লাইফস্টাইল বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘লেজার ট্রিট লাইফ এন্ড বিউটি’। আজরা মাহমুদের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রুমানা আফরোজ। আমাদের দৈনন্দিন লাইফস্টাইলে শৈল্পিক রুচির পরিচয়েই পরিশিলীত মনের প্রকাশ। আজকাল অনেকের মনেই ঘুরপাক খায় একটি কথা, কীভাবে হবেন সেরা? কীভাবে হয়ে উঠবেন পরিবারের মধ্যমনি? শুধু বাহ্যিক সৌন্দর্য্যই নয় কর্থাবার্তা, যেকোন পরিস্থিতি আয়ত্ব করার কৌশল, ফিটনেস, পোষাক পরিচ্ছদ, সঠিক কর্ম পরিকল্পনা, সৌজন্যবোধ সবকছিু মিলিয়েই একজন হয়ে উঠতে পারেন পরিবার, অফিস সব খানেই সেরা। শুধু সৌন্দর্য্য চর্চায় নয় জীবন যাপনের খুটিনাটি বিষয়গুলো একে একে তুলে ধরা এ অনুষ্ঠানে। তারকাদের জীবন যাপন, পুষ্টিবিদের নিদের্শনা, মনোবিজ্ঞানীর পরামর্শ, রুপ বিশেষজ্ঞের কথা, ফিটনেস টিপসসহ আরও অনেক বিষয় দিয়ে সাজানো হবে ‘লেজার ট্রিট লাইফ এন্ড বিউটি’ অনুষ্ঠানটি।