এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর g
ইরানের সঙ্গে যুদ্ধে কারযত ধ্বংস হয়ে গেছে ইসরাইল। রাজধানী তেল আবিবসহ কয়েকটি শহরে ক্ষয়ক্ষতি এতটাই বেড়েছে যে তাদের দেখলে যে কেউই গাজা শহর ভেবে ভুল করতে পারে। এছাড়াও এই ১২দিনের যুদ্ধে ঘরবাড়ি হারিয়ে পথে বসেছেন হাজারো ইহুদি। আর এসব তথ্য যুদ্ধবিরতির আগ পর্যন্ত গোটা বিশ্বের কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন নেতানিয়াহুর প্রশাসন। তবে এবার একে একে ইসরাইলের সব গোপন তথ্য ফাস হয়েই চলেছে। আর তাতে নেতানিয়াহুর দেশ ইসরাইলের চরম ব্যর্থতা ও দুর্দশার চিত্র সারাবিশ্বের মানুষের সামনে প্রকাশিত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ শনিবার এক প্রতিবেদনে ইসরাইলের এসব অবকাঠামোগত ও বাস্তুচ্যুত ইহুদিদের ক্ষয়ক্ষতি নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে। ইসরায়েলের অভ্যন্তরীণ এসব বিষয় নিয়ে প্রতিবেদন কঠোরভাবে নিয়ন্ত্রিত হওয়ায় এ সংক্রান্ত প্রতিবেদন এতদিন প্রকাশ্যে আসেনি। সংবাদমাধ্যমটির হাতে আসা তথ্য অনুযায়ী, ইসরায়েলের উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চলে অবস্থিত পাঁচটি সামরিক স্থাপনায় আঘাত হানে ইরানের ছয়টি ক্ষেপণাস্ত্র। এসব স্থাপনাগুলোর মধ্যে একটি বড় বিমান ঘাঁটি, মোসাদের কারযালয় ও একটি লজিস্টিক ঘাঁটি রয়েছে। এছাড়া আরও ৩৬টি শক্তিশালী ইরানি মিসাইল ইসরাইলের সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ইসরাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হানে। এসব হামলায় দেশটির আবাসিক ও শিল্প অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতি হয়।যদিও শুক্রবার আইডিএফ জানায়, ইসরায়েল কী পরিমাণ ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে কিংবা দেশটির ঘাঁটিগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে সংক্রান্ত তথ্য নিয়ে মন্তব্য নেই তাদের। তবে টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, সাতটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইসরায়েলের তেল ও বিদ্যুৎ অবকাঠামোতে। আর তাতে ইসরায়েলের অন্যতম শীর্ষ বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র ওয়াইজম্যান ইনস্টিটিউটের একাংশ ধ্বংস হয়। ইরানের হামলায় বির শেবার বেন-গুরিয়ন ইউনিভার্সিটি ক্যাম্পাসের কাছে সোরোকা ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের বড় ধরনের ক্ষতি হয়। এদিকে ব্যাপক সংখ্যায় ভবন থাকা সাতটি আবাসিক এলাকায় ইরানি হামলায় ১৫ হাজারেরও বেশি ইসরায়েলি ঘরবাড়ি হারিয়েছে। তাদের দেশজুড়ে বিভিন্ন হোটেলে রাখা হয়েছে। এছাড়া ইরানের শক্তিশালী মিসাইলের আঘাতে ইসরাইলের বাতিয়াম শহর এখন পুরোপুরি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।