এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর g
ইরান ইসরাইলের যুদ্ধে ইসরাইলের পক্ষ নিয়ে গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে শক্তিশালী হামলা চালিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তার চালানো এই হামলায় নাকি সবকিছু ধ্বংস হয়ে গেছিল বলেও দাবি করেছিলেন তিনি। কিন্তু যুদ্ধবিরতির দুই মাস পর হঠাৎ এমন তথ্য ফাস হয়েছে যাতে নড়েচড়ে বসেছে ট্রাম্প প্রশাসন। এমনকি গোপন তথ্য ফাঁস হওয়ার পর মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধানসহ তিন জ্যেষ্ঠ কর্মকর্তাকেও বরখাস্ত করেছেন। কি ছিল সেই ফাস হওয়া প্রতিবেদনে যার কারণে চাকরি হারালেন গোয়েন্দা প্রধান? গত জুনে ইরানের ফারদো, নাতাঞ্জ ও ইসপাহান শহরের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে বাঙ্কার বাস্টার বোমা ফেলে সব ধ্বংস করে দেয়ার দাবি করেছিলেন ট্রাম্প। আর এই অপারেশন মিডনাইট হ্যামার’-এর সাফল্য নিয়ে যখন বিশ্ববাসীর কাছে নিজেদের শক্তিশালী বলে জাহির করেছিলেন ট্রাম্প ঠিক তখনই হঠাৎ ফাস হয় সেই গোপন প্রতিবেদন। আর ফাঁস হওয়া গোপন প্রতিবেদনে দেখা গেল উল্টো চিত্র—ইরানে তেমন কোনো ক্ষতি তো হয়ইনি বরং পরমাণু কর্মসূচি মাত্র কয়েক মাস পিছিয়েছে। আর এমন গোপন তথ্য ফাস হতেই ক্ষুব্ধ হয়ে ট্রাম্প বরখাস্ত করলেন তার ঘনিষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাদের। এ ঘটনায় একদিকে যেমন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আগের ঘোষণার সঙ্গে বাস্তবতার ফারাক স্পষ্ট হয়েছে, অন্যদিকে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বিশ্বাসযোগ্যতায় ভাঙন ধরেছে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা শুধু সামরিক হিসাব নিকাশ নয়, এটি ওয়াশিংটনের কূটনৈতিক ও আন্তর্জাতিক নীতির ওপরও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে, যদি গোপন তথ্য ফাঁস এমনভাবে ঘটতে থাকে, তাহলে সামরিক অভিযান ও কূটনৈতিক পদক্ষেপের প্রভাবিত ফলাফল নিয়ন্ত্রণ করা আরও কঠিন হয়ে যাবে। এমি/এটিএন বাংলা