এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর g
প্রচার- ২৭ জানুয়ারি, রাত ১১টা উপস্থাপনা- আরজে নিরব ও গাজী পুর্ণি পরিচালনা- আবদুস সাত্তার। ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত গায়ক কুমার শানুর অংশগ্রহনে এটিএন বাংলায় আজ (২৭ জানুয়ারি) রাত ১১টা প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘কুমারশানু নাইট’। আরজে নিরব এবং গাজী পুর্ণির উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আবদুস সাত্তার। গত ৩১ ডিসেম্বর ২০১৫ ‘থার্টি ফার্স্ট নাইট’ উপলক্ষে নারায়নগঞ্জ ক্লাবে আয়োজিত হয় বিশেষ এই সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানটি আয়োজন করে রুমা এ্যাডভারটাইজিং। অনুষ্ঠানে গান আর সুরের মুর্ছনায় উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন প্রখ্যাত এই শিল্পী। অনুষ্ঠানে কুমারশানু ছাড়াও সঙ্গীত পরিবেশন করেন সারেগামাপা খ্যাত অনুরাধা চ্যাটার্জী এবং বিপ্লব চক্রবর্তী।