অজিদের কাছে শেষ ম্যাচে হেরেও খুশি শ্রীলঙ্কা

অজিদের কাছে শেষ ম্যাচে হেরেও খুশি শ্রীলঙ্কা

খেলাধুলা
সিরিজ নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। পঞ্চম ম্যাচে তাই অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হেরেও খুশি শ্রীলঙ্কা।

দলীয় অধিনায়ক দাসুন শানাকা ম্যাচের পর বলেন, ‘আজকের হারটা হতাশার। তবে সিরিজজুড়ে ছেলেরা যেমন পারফর্ম করেছে তাতে আমি খুবই খুশি। আমরা শেষ টি-টোয়েন্টিতে মোমেন্টাম পেয়েছিলাম। তারপর নিজেদের মাঝে এই আত্মবিশ্বাস জন্মে যে প্রথম ওয়ানডেতেও জিততে পারি। আমাদের ব্যাটাররা পারফর্ম করেছে। বোলাররা তাদেরটা দিয়েছে। সবাই দায়িত্ব নিয়ে খেলেছে। তাছাড়া দর্শক উপস্থিতি ছিল দেখার মতো।

টি-টোয়েন্টি সিরিজে অজিদের কাছে ২-১তে হারার পর ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিলো শ্রীলঙ্কা। ৩০ বছর পর অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব দেখিয়েছে শানাকার দল।
শুক্রবার পঞ্চম ওয়ানডেতে আগে ব্যাট করে মাত্র ১৬০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

এক পর্যায়ে লঙ্কানদের সংগ্রহ ছিল ৮ উইকেটে ৮৫ রান। ৮ নম্বরে নামা চামিকা করুণারত্নের ৭৫ বলে ৭৫ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় স্বাগতিকরা। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান আসে উইকেটরক্ষক কুশল মেন্ডিসের ব্যাট থেকে।

জবাব দিতে নেমে ৫০ রানে ৪ উইকেট খুইয়ে ফেলে অস্ট্রেলিয়া। তবে মারনাস লাবুশেনের ৩১, অ্যালেক্স ক্যারির ৪৫* এবং ক্যামেরন গ্রিনের ২৫* রানের ইনিংসে ৩৯.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

ম্যাচসেরা হন চামিকা করুণারত্নে। সিরিজসেরার পুরস্কার উঠেছে কুশল মেন্ডিসের হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *