বাবা হারালেন কণ্ঠশিল্পী ঐশী

বাবা হারালেন কণ্ঠশিল্পী ঐশী

বিনোদন

এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশীর বাবা আব্দুল মান্নান মিলন আর নেই। শনিবার দিবাগত রাত ১২টা ৩ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঐশীর ভাই ঈশিক এবং পরিবারের ঘনিষ্ঠজন।

ঐশীর ভাই ঈশিক জানান, এর আগে নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন তার বাবা। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, গত দেড় মাসের মধ্যে দুই বার হার্ট অ্যাটাক করেন তার বাবা। এরমধ্যে একবার তার হার্টে রিংও বসানো হয়। কিন্তু শেষ পর্যন্ত না ফেরার দেশেই চলে গেলেন তিনি।

জানা গেছে, নোয়াখালীর মাইজদীর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রসঙ্গত, ২০১৫ সালে ‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন ফাতিমা তুয যাহরা ঐশী। এরপর থেকে দিন যত গেছে এ অঙ্গনে ততই নিজের জায়গা পোক্ত করেছেন নোয়াখালীর এই কন্যা। সেরা গায়িকা হিসেবে ঘরে তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *