আত্মঘাতী গোলে জিতল বায়ার্ন

আত্মঘাতী গোলে জিতল বায়ার্ন

খেলাধুলা
দুবার পিছিয়ে পড়েও নাটকীয় জয়ে বুন্ডেসলিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করল বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নদের বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলল লাইপজিগ। আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার লিগ ম্যাচটি ৩-২ গোলে জিতেছে বায়ার্ন। খেলায় দুই দফায় সমতায় ফেরার পর ইয়োশকো গভারদিওলের আত্মঘাতী গোলে হেরেছে লাইপজিগ।

ম্যাচের দ্বাদশ মিনিটে রবের্ত লেভানদোভস্কির জোড়ালো শট গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েও দলকে বিপদমুক্ত করতে পানেননি। আলগা বল ফাঁকায় পেয়ে সহজেই জালে পাঠান টমাস মুলার। ২৭তম মিনিটে খুব কাছ থেকে খেলায় ১-১ সমতায় ফেরান আন্দ্রে সিলভা। একটু পরেই দুটি সুবর্ণ সুযোগ মিস করেন বায়ার্ন। ৪৪তম মিনিটে লেভানদোভস্কিই দলকে আবার এগিয়ে নেন।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে দ্বিতীয় দফায় সমতায় ফেরে সফরকারীরা। ডি-বক্সে ঢুকে নিচু শটে মানুয়েল নয়ারকে পরাস্ত করেন ফরাসি মিডফিল্ডার ক্রিস্টোফার এনকুকু। তবে সমতায় ফেরার স্বস্তি ছয় মিনিট পরই দুঃসংবাদ! ডান দিক থেকে নিচু কোনাকুনি শট নেন সের্গে জিনাব্রি, ঠেকাতে পা বাড়ান ডিফেন্ডার গভারদিওল। তার পায়ে লেগে বল উঁচু হয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়।

ঠেকানোর কোনো সুযোগই পাননি গোলরক্ষক। ফলে আত্মঘাতী গোলে হার। এই নিয়ে লিগে টানা তিন ম্যাচ জিতল বায়ার্ন। ২১ ম্যাচে ১৭ জয় ও এক ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। এক ম্যাচ কম খেলা বরুশিয়া ডর্টমুন্ড ৪৩ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। গতবারের রানার্সআপ লাইপজিগ ২১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *