করোনার উৎস নিয়ে সব তথ্য দেয়নি চীন

করোনার উৎস নিয়ে সব তথ্য দেয়নি চীন

আন্তর্জাতিক

করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে চীনে তদন্ত চালিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়াসুস জানিয়েছেন, করোনার উৎস অনুসন্ধানে চীনে যাওয়া তাদের তদন্ত দলকে এ সংক্রান্ত সব তথ্য দেওয়া হয়নি। বিবিসি।

২০২১ সালের জানুয়ারিতে চীনে যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারীরা। ভাইরাসটির উৎস শনাক্ত করতে চার সপ্তাহ ধরে উহান ও সংলগ্ন এলাকায় অনুসন্ধান চালান তারা। ডব্লিউএইচও প্রধান জানিয়েছেন, এ অনুসন্ধান কার্যক্রমের জন্য একেবারে প্রাথমিক তথ্য (র ডেটা) তদন্তকারীদের দেয়নি চীনা কর্তৃপক্ষ।

মঙ্গলবার টেড্রোস জানান, তদন্তকারী দলের সদস্যরা তাকে জানিয়েছেন, ভাইরাসটির প্রাথমিক তথ্য পেতে তাদের বেশ অসুবিধার মুখে পড়তে হয়েছে। তদন্ত দলের একজন সদস্য বলেছেন, চীন একেবারে শুরুর দিকের প্রাথমিক তথ্য তাদের দিতে অস্বীকৃতি জানানোর ফলে এই মহামারি কিভাবে দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়েছে সেটি অনুধবান করতে পারা তাদের জন্য অনেক বেশি জটিল হয়ে পড়ছে।

উদ্ভূত পরিস্থিতিতে ভবিষ্যতে চীনের সঙ্গে বিশদ তথ্য বিনিময়ের মাধ্যমে আরও সহযোগিতামূলক গবেষণা কার্যক্রমের আশাবাদ ব্যক্ত করেছেন ডব্লিউএইচও মহাপরিচালক।

উল্লেখ্য, ভাইরাসটি নিয়ে ব্যাপক বিতর্কের পর সমালোচনার মুখে এক পর্যায়ে ডব্লিউএইচও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত দলকে দেশে প্রবেশের অনুমতি দেয় চীন। তবে দেশে প্রবেশের অনুমতি দিলেও তদন্তকারীদের করোনা মহামারির প্রথম দিককার তথ্য দিতে অস্বীকৃতি জানায় দেশটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *