প্রিজনভ্যানে নিজের সমর্থকের যে কথায় অঝোরে কাঁদলেন পলক
23 জুলাই 2025, বিকাল 6:00
ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার অন্যতম কাছের মানুষ ছিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রিয় নেত্রীর ছত্রছায়ায় দুর্নীতিতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু সময় বদলেছে। দৃশ্যপটে এখন আর কোনো প্রযুক্তি নিয়ে গালগল্পভরা বক্তৃতা নেই, বরং তিনি এখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা একজন আসামি যিনি দুর্নীতির অভিযোগে অভিযুক্ত।
অবৈধ সম্পদ অর্জনের মামলায় বুধবার (২৩ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিতে আনা হয় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলককে। এদিন দুদকের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তা জমা পড়েনি। পরে শুনানি শেষে তাকে প্রিজনভ্যানে তুলে তাকে ফেরত পাঠানো হয় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে।কিন্তু যখন তাকে প্রিজনভ্যানে তোলা হয়, তখনই ঘটে এক হৃদয়বিদারক দৃশ্য—সাবেক এ প্রতিমন্ত্রী ভেঙে পড়েন অঝোর কান্নায়।
এ সময় তার মাথায় ছিল পুলিশের হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট, দুই হাতে হাতকড়া। তবে প্রিজনভ্যানে ওঠানোর পর খুলে দেওয়া হয় হেলমেট ও হাতকড়া। এ সময় পলকের কাছাকাছি চলে আসেন কিছু মানুষ। তারা পলকের এলাকার লোক বলে জানা যায়।তখন একজন বলেন, ‘কোনো টেনশন কইরেন না, ভাই। এ কথা শোনার পরই পলক কাঁদতে শুরু করেন। তখন সেই লোক বলতে থাকেন, পলক ভাই, কাইন্দেন না। এ কথা শুনে সেসময় আবেগাপ্লুত হয়ে অঝোরে কাঁদতে থাকেন একসময়ের এ দাপুটে প্রতিমন্ত্রী।
এরপর প্রিজনভ্যানের ভেতরে দাঁড়িয়ে পলক তার মাথা উঁচু করে লোহার ফোকর দিয়ে লোকজনের উদ্দেশে বলতে থাকেন, ‘আমার জন্য দোয়া করবেন। সবাই সাবধানে থাইকেন। একপর্যায়ে সেখানে হাজতখানার একজন পুলিশ কর্মকর্তা উপস্থিত হলে প্রিজনভ্যানটি ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে রওনা হয়।
জানা গেছে, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মানি লন্ডারিং আইনে মামলা হয়েছে পলক ও তার স্ত্রীর বিরুদ্ধে যার তদন্ত এখনো চলমান রয়েছে।এদিকে পলকের কান্নার এমন ভিডিওতে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন নেটিজেনরা। কেউ বলছেন কর্মফল আবার কেউ তুলছেন প্রশ্ন, তিনি কি সত্যিই দুর্নীতির বেড়াজালে বন্দি? নাকি তিনি শুধুই এক রাজনৈতিক দাবার গুটি?
পলক এখন কারাগারে। তাঁর চোখের সেই অশ্রু হয়তো বিচারের বিরুদ্ধে নয়—বরং নিজের অতীত, আর আজকের বাস্তবতার মাঝে হারিয়ে যাওয়া সেই 'তরুণ মন্ত্রীর' জন্য।
এমি/এটিএন বাংলা