এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
নানা অদ্ভুত অপকর্ম করে বিদেশে নিজের দেশের নাম ডোবাচ্ছেন বহু ভারতীয় নাগরিক। চলতি বছরেই বেশ কয়েকবার বিভিন্ন অপকর্ম করে আলোচনায় এসেছেন তারা। কখনো লন্ডনের রাস্তায় জোর করে ২০ পাউন্ড চেয়ে নিতে, আবার কখনো বোরকা পড়ে দোকান থেকে চুরি করে করে পালাতে দেখা গেছে তাদের। কিন্তু যুক্তরাষ্ট্রে বেড়াতে এসে এবার এক ভারতীয় নারী যা করেছেন তা রীতিমত নিন্দার ঝড় তুলেছে সবখানে। আর সেই ভিডিও এখন ভাইরাল সোশাল মিডিয়ায়। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, পুলিশের হেফাজতে রয়েছেন নিরীহ চেহারার এক ভারতীয় তরুণী। আর সেখানে কেউ তাকে প্রশ্নই করতে পারছেনা। কারণ প্রশ্ন করলেই তাকে ছেড়ে দেবার জন্য ফুঁপিয়ে ফুপিয়ে কেদে উঠে আকুতি জানান
তিনি। যেন নিজের অপরাধ ঢাকতেই অঝোরে কাঁদছিলেন ওই তরুণী। কি অপরাধের খেসারত দিতে হচ্ছে এই ভারতীয় তরুণীকে? জানা গেছে, যুক্তরাষ্ট্রের নামকরা ডিসকাউন্ট স্টোর ‘টার্গেট-এ চুরি করতে গিয়ে ধরা পড়েছেন সেই তরুণী। যদিও ঘটনাটি চলতি বছর ১৫ জানুয়ারির। তবে, এতদিন পর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে। হাতেনাতে ধরা খেয়ে পুলিশের কাছে ওই তরূণী জানিয়েছিলেন, তিনি বেড়াতে এসেছিলে এখানে এবং গুজরাটি ভাষা জানেন কিন্তু ভালোভাবে ইংরেজি জানেননা। তাই হয়তো কোনো ভুল হয়েছে তার মাধ্যমে। কিন্তু এরই মধ্যে দোকানের কর্মীরা সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দিলে ধরা পড়ে আসল সেই ফুটেজে দেখা গেছে, দোকানের বিভিন্ন শেলফ থেকে নির্বিঘ্নে একের পর এক জিনিস কার্টে ভরছিলেন তিনি। তারপর একেবারে নির্লজ্জ ভঙ্গিতে বিল না দিয়েই বেরিয়ে যাচ্ছিলেন। এমন দৃশ্য দেখে কেবল পুলিশই নয় বরং নেটিজেনদেরও যেন একই প্রশ্ন, কেন এমনটা করলেন তিনি? এরপর জিজ্ঞাসাবাদে ওই নারী স্বীকার করেন, যে দোকান থেকে জিনিসপত্র চুরি করে আবার নতুন করে বিক্রি করার পরিকল্পনা করেছিলেন তিনি। আর এ ঘটনায় তাকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে পুলিশ। এমি/এটিএন বাংলা