ওয়াসা ভবন, ১ম তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ 01767000000
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর g
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এখন শুধু বিনোদনের প্ল্যাটফর্ম নয়, বরং হাজারো মানুষের আয়ের উৎস। মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মের কয়েকশ কোটি ব্যবহারকারীর বড় একটি অংশ এখন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করে মাসে আয় করছেন লাখ টাকারও বেশি। তবে ফেসবুক থেকে আয় করতে হলে প্রথমেই প্রয়োজন মনিটাইজেশন অনুমোদন। আগে যেটি সহজে পাওয়া গেলেও বর্তমানে তা অনেকটা "সোনার হরিণ" হয়ে দাঁড়িয়েছে। কঠোর নিয়মকানুনের মধ্যে থেকেও আপনি চাইলে কিছু সহজ কৌশল মেনে নিয়ে ফেসবুক প্রোফাইল থেকে আয় শুরু করতে পারেন। ফেসবুক প্রোফাইল মনিটাইজেশন কীভাবে চালু করবেন? বর্তমানে ফেসবুক ‘প্রোফেশনাল মোড’ চালুর সুবিধা দিয়েছে, যার মাধ্যমে ব্যক্তিগত প্রোফাইল কনটেন্ট ক্রিয়েটর প্রোফাইলে রূপান্তরিত হয়। এতে এনালিটিক্স, ফলোয়ার বৃদ্ধির অপশন, রিলস মনিটাইজেশন ও স্পনসর্ড কনটেন্টের সুবিধা পাওয়া যায়। মনিটাইজেশন চালু করতে যা করবেন: প্রোফাইলে প্রোফেশনাল মোড চালু করুন ক্রিয়েটর স্টুডিও বা মেটা বিজনেস সুইট অ্যাপ ডাউনলোড করুন কনটেন্ট পারফর্মেন্স নিয়মিত চেক করুন রিলস বোনাস, অ্যাডস অন রিলস, বা স্টার সুবিধা চালু হলে পেমেন্ট সেটআপের জন্য ফেসবুক আপনাকে নির্দেশনা দেবে পেমেন্ট সেটআপের জন্য পেওনার অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করুন মনিটাইজেশন পাওয়ার শর্তসমূহ: বয়স ১৮ বছরের বেশি হতে হবে ফলোয়ার সংখ্যা কমপক্ষে ৫ হাজার (বিশেষ করে রিলস বোনাস পেতে) নিয়মিত ভিডিও কনটেন্ট পোস্ট করতে হবে কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলা বাধ্যতামূলক সতর্ক থাকুন যেসব বিষয়ে: কপিরাইটযুক্ত ভিডিও বা সংগীত ব্যবহার করবেন না নিয়মিত কমিউনিটি গাইডলাইন অনুসরণ করুন অন্যের ভিডিও বা কনটেন্ট চুরি করবেন না সংবেদনশীল বিষয় প্রকাশে সতর্কতা বজায় রাখুন কোন কনটেন্ট থেকে আয় হয়? বর্তমানে ফেসবুক সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে রিলস ভিডিও-এর উপর। এর মাধ্যমে আয় করার কয়েকটি উপায়: রিলস বোনাস: কিছু দেশে রিলস ভিডিওর উপর ভিত্তি করে বোনাস দেওয়া হয়, যা $100 থেকে শুরু হতে পারে Ads on Reels: ভিডিওর মাঝে স্বয়ংক্রিয় বিজ্ঞাপন দেখিয়ে আয় হয় Brand Collaboration Manager: স্পনসর ব্র্যান্ডের সঙ্গে কাজ করে অর্থ উপার্জন Live Streaming: দর্শকরা লাইভ চলাকালীন স্টার পাঠিয়ে আয় করতে সহায়তা করে স্পনসর প্রোমোশন: জনপ্রিয় প্রোফাইল হলে ব্র্যান্ডরা প্রোডাক্ট প্রোমোশনের জন্য অর্থ প্রদান করে প্রোফাইল সাজাতে যা করবেন: প্রফেশনাল প্রোফাইল পিকচার ও কভার ফটো ব্যবহার করুন ইন্ট্রো সেকশনে নিজের পরিচয় ও কাজের ক্ষেত্র উল্লেখ করুন Follow অপশন চালু রাখুন ৩০ সেকেন্ডের বেশি দৈর্ঘ্যের ভিডিও কনটেন্ট নিয়মিত পোস্ট করুন ট্রেন্ডিং বিষয় (নিউজ, টিপস, রিভিউ, ফান) বেছে নিন নিজস্ব USP (Unique Style or Topic) তৈরি করুন – যেমন ভ্রমণ, রান্না, মেকআপ বা ফানি কনটেন্ট প্রতিদিন বা নির্দিষ্ট সময়সূচি মেনে নিয়মিত পোস্ট করুন এম আর/এটিএন বাংলা