ওয়াসা ভবন, ১ম তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ 01767000000
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর g
জেসিকা র্যাডক্লিফ নামের এক সুন্দরী নারী প্রশিক্ষককে নিয়ে খেলা দেখাচ্ছিল বিশালাকৃতির এক ডলফিন। তাদের দুজনের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে মুহুর্মুহু হাত তালি দিয়েছিলেন দর্শকরা। কিন্তু হঠাৎ সেখানে ঘটে যায় এমন এক ঘটনা যাতে আনন্দ রূপ নেয় আতঙ্কে। ভয়ে আতঙ্কে শুরু হয় দর্শকদের ছুটোছুটি। এমন একটি ভিডিও সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে নারী প্রশিক্ষককে হঠাৎ আক্রমণ করে বসে পোষা ডলফিনটি। এবং তাতে নিহত হন এ নারী প্রশিক্ষক। তবে এবার এ ঘটনায় জানাগেল এমন এক সত্য যাতে করে তাজ্জব বনে গেছেন নেটিজেনরা। দর্শক, কি ভাবছেন ওই প্রশিক্ষক এখনো জীবিত? আসলে চমকটা এখানেই। পুরো কাহিনীটাই মিথ্যে। ব্রিটিশ ট্যাবলয়েট স্টার সহ একাধিক গণমাধ্যম জানিয়েছে আসলে এমন কোন ঘটনাই ঘটেনি। সরকারি নথি সামদ্রিক নিরাপত্তা প্রতিবেদন কিংবা বিশ্বস্ত সূত্রে জেসিকা রেডক্লিফ নামের ওই প্রশিক্ষকের খোঁজও পাওয়া যায়নি। আসলে এমন কোনো প্রশিক্ষকই নেই, সুতরাং তার মারা যাওয়ারও কোনো প্রশ্নই আসেনা। কারণ, পুরো ভিডিওটাই এ আই দিয়ে বানানো। ভোকাল মিডিয়া সহ তথ্য যাচাইকারী একাধিক সংস্থার বরাদ দিয়ে দা স্টারের প্রতিবেদনে বলা হয়েছে ভিডিওটি তৈরিতে ভুয়া ফুটেজ ব্যবহার করা হয়েছে এবং ভিডিওর ভয়েস ওভারও এআই দিয়ে তৈরি। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও টিকটকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে, জেসিকা র্যাডক্লিফ নামে এক প্রশিক্ষককে হত্যা করছে একটি ডলফিন। ভিডিওতে দেখানো ডলফিনটি ওরকা প্রজাতির। এটি ডলফিন পরিবারের সবচেয়ে বড় প্রজাতি। এ ধরনের ডলফিনকে সাধারণত ‘কিলার হোয়েল বলা হয়। ফেসবুক ও টিকটকের অনেক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করলেও কেউই উল্লেখ করেননি ঘটনাটি কোথায় ঘটেছে। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য স্টারসহ একাধিক গণমাধ্যম বলছে, এমন কোনো ঘটনা আসলে ঘটেইনি। ভোকাল মিডিয়াসহ তথ্য যাচাইকারী একাধিক সংস্থার বরাত দিয়ে দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি তৈরিতে ভুয়া ফুটেজ ব্যবহার করা হয়েছে। ভিডিওর ভয়েস ওভারও এআই দিয়ে তৈরি। বিশেষজ্ঞরা বলছেন, ঘটনাকে চাঞ্চল্যকর দেখিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রায়ই এমন ভুয়া গল্প বানানো হচ্ছে। এগুলো দর্শকের আবেগ উসকে দেওয়ার অপচেষ্টা মাত্র। এমি/ এটিএন বাংলা