ওয়াসা ভবন, ১ম তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ 01767404822
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর
বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বহু সুবিধা দিচ্ছে ফেসবুক। এমনকি নিজের মেধা কাজে লাগিয়ে কন্টেন্ট বানিয়ে বহু মানুষ লাখ লাখ টাকা আয় করছেন নিয়মিত। তবে কিছু অসাধু ব্যক্তি অন্যের কন্টেন্টকে চুরি করে নিজেদের নামে চালিয়ে বেশ লাভবান হচ্ছেন। তবে, এবার এমন চোরদের ঠেকাতে এক অভিনব পদক্ষেপ নিয়েছে ফেসবুক। এবার কনটেন্ট চুরি করে নিজেদের নামে চালিয়ে দেয়া ব্যবহারকারীদের দুঃসংবাদ নিচ্ছে ফেসবুক। সম্প্রতি এক ঘোষণায় মেটা জানিয়েছে, যারা বারবার অন্যের তৈরি ভিডিও, ছবি কিংবা লেখা হুবহু কপি করে নিজের নামে পোস্ট করে, তাদের ফেসবুকের অর্থ উপার্জনের সুযোগ অর্থাৎ মনিটাইজেশন প্রোগ্রাম থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হবে। পাশাপাশি এসব অ্যাকাউন্টের কনটেন্টের রিচ ও উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হবে। মূল নির্মাতাদের স্বত্ব সংরক্ষণ ও প্ল্যাটফর্মে স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে নতুন এই পদক্ষেপ নিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। মেটা জানায়, প্রায়ই দেখা যায় একই মিম, ভিডিও বা লেখা অনেক ব্যবহারকারী অনুমতি ছাড়াই বিভিন্ন পেজ বা প্রোফাইলে পোস্ট করছেন। এতে প্ল্যাটফর্মে একঘেয়েমি তৈরি হচ্ছে, যার ফলে নতুন ও সৃজনশীল নির্মাতারা সামনে আসার সুযোগ হারাচ্ছেন। ফেসবুকের অ্যালগরিদম এখন আগের চেয়ে আরও বেশি সচেতন। কোনো কনটেন্ট যদি অন্য উৎস থেকে হুবহু কপি করা হয়, তাহলে সেটির রিচ স্বয়ংক্রিয়ভাবে কমিয়ে দেওয়া হয়। এভাবে মূল নির্মাতাদের কনটেন্টকে বেশি গুরুত্ব দিয়ে ফেসবুক চাইছে তাদের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে। তবে যেসব ব্যবহারকারী অন্যের কনটেন্ট শেয়ার করলেও তাতে নিজস্ব ব্যাখ্যা, বিশ্লেষণ, ভয়েসওভার বা উপস্থাপনা যুক্ত করেন, তাদের জন্য এই কঠোর নীতিমালা প্রযোজ্য হবে না। বরং সবাইকে অর্থবহ সম্পাদনা করে কনটেন্ট প্রকাশের পরামর্শ দিয়েছে ফেসবুক। এমি/এটিএন বাংলা