ওয়াসা ভবন, ১ম তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ 01767404822
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর
ফ্রান্সের একটি কারাগার থেকে অভিনব কায়দায় পালিয়েছেন এক বন্দি। নিজের সেলমেটের ব্যাগে লুকিয়ে পালিয়েছেন তিনি। সেলমেটের শাস্তির মেয়াদ শেষ হওয়ায় সে দিনই তাকে মুক্তি দেওয়া হচ্ছিল। আর সেই সুযোগকে কাজে লাগিয়েই পালিয়ে যান অপর এক কয়েদি। ফ্রান্সের কারা প্রশাসনের পরিচালক সেবাস্তিয়েঁ কাওয়েল এই তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাটি ঘটে লিওন শহরের কাছে অবস্থিত করবাস কারাগারে। শনিবার সকালে কারা কর্মকর্তারা দেখতে পান, বন্দিদের একজন নিখোঁজ। তদন্তে উঠে আসে, ওই কয়েদি তার সেলমেটের মুক্তির সুযোগ কাজে লাগিয়ে ব্যাগে লুকিয়ে কারাগার ছাড়েন। কাওয়েল আরও জানান, করবাস কারাগারটি ইতিমধ্যেই ধারণক্ষমতার ১৭০% বন্দি ধারণ করছে, যা জেলখানার কর্মীদের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।এ ধরনের ঘটনা ঘটায় আমরা আমাদের কার্যক্রম আরও খতিয়ে দেখছি।” ফ্রান্সের কারা প্রশাসনের বরাত দিয়ে এএফপি জানায়, পালানো বন্দি একাধিক মামলায় দণ্ডিত ছিলেন এবং সংগঠিত অপরাধে জড়িত থাকার অভিযোগেও তদন্তাধীন ছিলেন। গত বছরও ফ্রান্সে আলোচিত এক পালানোর ঘটনা ঘটে। বন্দি মোহাম্মদ আমরাকে প্রিজন কনভয়কে বন্দুকধারীরা আক্রমণ করে ছিনিয়ে নিয়ে যায়। পরে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে রোমানিয়া থেকে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।ফ্রান্সের এই নতুন পালানোর ঘটনা আইনশৃঙ্খলা ও কারা ব্যবস্থাপনায় প্রশ্ন তুলে দিয়েছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয়েছে। এমি/এটিএন বাংলা