এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঢাকায় তখন গভীর রাত। শহরের বেশিরভাগ মানুষই মগ্ন গভীর ঘুমে। কিন্তু কোনো এক গলিতে এক যুবক তখন ব্যস্ত ম্যানহোলের ঢাকনা খোলায়। অভিনব কায়দায় তিনি চুরির চেষ্টা করছিলেন ওই ভারী ধাতব ঢাকনাটি। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে হতবাক নেটিজেনরা। ম্যানহোলের ঢাকনা চুরির ঘটনা নতুন না হলেও এমন ঘটনার ভিডিও সচরাচর ধারণ করে চোরকে শনাক্ত করা অনেকসময় সম্ভব হয়ে ওঠে না। তবে সম্প্রতি একটি ছোট গলিতে ম্যানহোলের ঢাকনা চুরির চেষ্টা করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। অনেকে সেটি শেয়ার করে দাবি করেছেন, ঘটনাটি ঘটেছে রাজধানীর শ্যামপুর এলাকায়। ভিডিওতে দেখা গেছে, গলির দুই পাশে ভবন। নীল রঙের শার্ট
ও জিনস প্যান্ট ও পরা এক যুবক রাতের আঁধারে একটি ম্যানহোলের ঢাকনা খুলে নেওয়ার চেষ্টা করছেন। এসময় তিনি ঢাকনাটি তুলে লাফিয়ে লাফিয়ে লক ভাঙার চেষ্টা করছিলেন। যদিও একপর্যায়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান। এরপরও তিনি বারবার চেষ্টা করেন, পা দিয়ে লাথিও মারেন। কিন্তু সফল হতে না পেরে এদিক-ওদিক তাকাতে থাকেন। এরপর ওই যুবক একা না পেরে কাকে যেন ইশারায় কাছে আসতে বলছেন। আবার চারপাশে তাকিয়ে নিশ্চিত হতে চাইছেন যে কেউ দেখছে কিংবা ভিডিও করছে কি না। বেশ কয়েকবার চেষ্টা করেও ঢাকনাটি খুলতে না পেরে হতাশ হয়ে পড়েন তিনি। তখন যিনি ভিডিও করছিলেন, তিনি হঠাৎ তিনি চোর চোর বলে চিৎকার করে উঠলে ঢাকনাটি ফেলে ওই যুবক দ্রুত পালিয়ে যান। এর আগেও রাজধানীতে সিএনজি নিয়ে এসে ম্যানহোলের ঢাকনা চুরির একটি ভিডিও ভাইরাল হয়েছিল। ঘটনা ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েছে নেটিজেনরা। সামাজিক মাধ্যমে অনেকে লিখেছেন, এই চোরের চেয়ে ভয়ংকর, যারা এমন অপরাধের পরও চোখ বন্ধ রাখে। এদিকে এমন ঘটনা এখন প্রায় নিয়মিতই ঘটছে। ম্যানহোলের ঢাকনা উধাও হয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন মোটরসাইকেল আরোহী ও পথচারীরা, অনেক সময় প্রাণহানিও ঘটছে এমন ঘটনায়। এমি/এটিএন বাংলা