এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইসলামি শরীয়তের বিরুদ্ধে গিয়ে এক সনাতন ধর্মের যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। আর তাতে অন্তসত্ত্বাও হয়ে পড়েন এ নারী। এমন ঘটনার পরিণতিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন তিনি। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য। আর এ ঘটনাটির ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের চুনারুঘাট পৌর শহরে। শনিবার দুপুর থেকে শ্রী গুরু শিল্পালয়ের মালিক গোপাল চন্দ্র দেবের ছেলে বাসু দেব দেবের বাড়িতে বসে অনশন শুরু করেছিলেন রানীগাঁও ইউনিয়নের মারজিয়া আক্তার। জানা গেছে, মারজিয়া একজন এক সন্তানের জননী,অন্যদিকে বাসু দেবও এক সন্তানের জনক। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মারজিয়া বলছেন তাকে বিয়ে না
করলে তিনি প্রেমিকের বাড়ি ছাড়বেননা; এমনকি মরে গেলেও না। কারণ, তার প্রবাসী স্বামী তাকে বের করে দিয়েছে এবং ওই প্রেমিকের বিয়ের স্বীকৃতি ছাড়া তিনি অনশন ভাংবেননা। পাশাপাশি তার মেয়ের দায়িত্ব নেয়ারও দাবি জানিয়েছেন তিনি। মারজিয়া অভিযোগ করে বলেছেন, বাসুদেব প্রথমে স্বর্ণের আংটি তৈরির অজুহাতে তার সঙ্গে যোগাযোগ করেন। পরে নিজের প্রকৃত পরিচয় গোপন রেখে ফেসবুক ও মোবাইলে ঘনিষ্ঠতা বাড়ান। প্রায় তিন বছর ধরে প্রবাসী স্বামীর অগোচরে প্রেমের সম্পর্কে ছিলেন তারা। কিন্তু সম্প্রতি বাসু বিয়েতে অস্বীকৃতি জানালে ক্ষোভে-দুঃখে প্রেমিকের বাড়িতেই গিয়ে অনশন শুরু করেন মারজিয়া। আর এঘটনার পর থেকে বাসুদেব পলাতক রয়েছেন। জানা গেছে,শনিবার গভীর রাত পর্যন্ত প্রেমিকের বাড়িতেই অবস্থান করেন মারজিয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আন্তঃধর্মীয় সম্পর্ক হওয়ায় বিষয়টি জটিল আকার ধারণ করেছে।ঘটনাটি নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা ও সমালোচনা। এমি/এটিএন বাংলা