ওয়াসা ভবন, ১ম তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ 01767404822
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর
নরসিংদী জেলা জজ আদালতের কাঠগড়া থেকে চুরির মামলায় গ্রেপ্তার হওয়া এক আসামি পালিয়ে গেছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার আদালতে শুনানি চলাকালে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের ইনচার্জ মো. সাইরুল ইসলাম। পালিয়ে যাওয়া আসামির নাম রিয়াজুল ইসলাম হৃদয় (২৫)। তিনি রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা। গত ৭ জুলাই একটি অটোরিকশা চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করে রায়পুরা থানা পুলিশ। কোর্ট পুলিশ সূত্রে জানা যায়, শুনানির সময় আদালতে লোডশেডিং চলছিল। এই সুযোগে রিয়াজুল ইসলাম দায়িত্বপ্রাপ্ত পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই আদালত এলাকা ও আশপাশে তল্লাশি শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসামি গ্রেপ্তারে কোর্ট পুলিশ, থানা পুলিশসহ একাধিক টিম কাজ করছে। এ ছাড়া দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানাসমূহ ও নিরাপত্তা সংস্থাগুলোকেও অবহিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আসামি পলায়নের ঘটনায় দায়িত্বরত পুলিশের গাফিলতির কথা স্বীকার করেছেন কোর্ট পুলিশের ইনচার্জ মো. সাইরুল ইসলাম। তিনি বলেন, দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য সঠিকভাবে দায়িত্ব পালন না করায় এই ঘটনা ঘটে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। /টিএ