ওয়াসা ভবন, ১ম তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ 01767404822
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর
দেশ গড়তে জুলাই পদযাত্রার নবম দিনে- জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নেতা-কর্মীরা যান সীমান্তবর্তি জেলা চুয়াডাঙ্গায়। এ উপলক্ষে জেলার হাটবোয়ালিয়া ও আলমডাঙ্গাতে হাজির নাহিদ, হাসনাত, সামন্তারা। বৃষ্টি উপেক্ষা করে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে শত-শত মানুষ হাত নেড়ে বরণ করে নেয় তাদের। দুপুরে চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে অনুষ্ঠিত হয় পথসভা। এসময় ২৪ এর শহীদদের আকাঙ্খা বাস্তবায়নে এনসিপি বদ্ধ পরিকর বলে জানান এনসিপি নেতারা। গেলো ১৬ বছর নির্বিচারে সীমান্তে হত্যা নিয়ে আবারো কঠোর হুঁশিয়ারি দেন দলের আহŸায়ক নাহিদ ইসলাম। বলেন, বিএসএফ কোন সীমান্তরক্ষী বাহিনী নয়, এটি একটি ভারতীয় খুনি বাহিনী। এসময় যারা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের পক্ষে আছেন, তাদের বয়কট করার আহŸানও জানান নাহিদ ইসলাম। এর আগে মঙ্গলবার রাতে মেহেরপুরের মুজিবনগরে এনসিপির কার্যালয় উদ্বোধন করেন দলের আহŸায়ক নাহিদ ইসলাম।