ওয়াসা ভবন, ১ম তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ 01767404822
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর
বর্ষাকাল হওয়ায় মানিকগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সাপের উপদ্রব বাড়তে শুরু করেছে। কিন্তু এবার সাপ আতঙ্ক দেখা দিয়েছে জেলার সিংগাইর থানায়। সেখানে পুলিশের আবাসিক কোয়ার্টার থেকে ইতোমধ্যে ছয়টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে। আর তাতে পুলিশ সদস্যদের মাঝে দেখা দিয়েছে সাপ আতঙ্ক। রোববার (১৩ জুলাই) দিনভর অভিযান চালিয়ে কোয়ার্টার থেকে ৬টি খৈয়া গোখরা সাপের বাচ্চা উদ্ধার করে স্বেচ্ছাসেবী সংস্থা ডিপ ইকোলোজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন। সংস্থাটির পরিচালক সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, সাপের বাচ্চাগুলো বিষধর খৈয়া গোখরা প্রজাতির। এদের বয়স আনুমানিক এক মাস হলেও এরা বড় সাপের মতোই বিষধর। তিনি আরও বলেন, অনেক সন্ধান করেও মা সাপের বাসার সন্ধান পাইনি। তাই কোয়ার্টারে বসবাস করা নিরাপদ নয়। উদ্ধারকৃত সাপের বাচ্চাগুলো বন্যপ্রাণি সংরক্ষণ গবেষণা কেন্দ্রে অথবা সাপের অভয়ারণ্য (আবাসস্থল) ছেড়ে দেওয়া হবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে,ও, এম তৌফিক আজম বলেন, থানা ও কোয়ার্টার ভবন জরাজীর্ণ। ভবনের চারপাশে জঙ্গল। মাঝে মধ্যে পরিস্কার করা হলেও কিছুদিন যেতে না যেতেই আবার লতাপাতা আগাছায় ভরে যায়। তাছাড়া কয়েকদিনের বৃষ্টিতে সাপের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। পুলিশসূত্রে জানা গেছে, পুলিশ সদস্যদের মধ্যে সাপ আতঙ্ক ছড়িয়ে পড়ায় এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে আবাসিক কোয়ার্টার। আর এতে বিপাকে পড়েছেন কোয়ার্টারে বসবাসকারী থানার পুলিশ সদস্যরা। এমি/এটিএন বাংলা