ওয়াসা ভবন, ১ম তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ 01767404822
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর
ব্যস্ততা ভুলতে অনেকেই বেরিয়ে পড়েন ছুটি কাটাতে। ছুটির সময় মানুষ খোঁজেন একটু নিরিবিলি জায়গা, আরামদায়ক হোটেল রুম আর নিশ্চিন্ত সময় কাটানোর সুযোগ। তবে এই আনন্দে সবসময়ই পানি ঢেলে দেয় একটা চিন্তা—হোটেল রুমে বা ট্রায়াল রুমে কোনো লুকানো গোপন ক্যামেরা নেই তো! এমন ভয় অনেকের মধ্যেই থাকে। যদিও এখনকার সময়ে এই চিন্তা মোটেই অস্বাভাবিকও না। তবে দুশ্চিন্তা না করে যদি কিছু সহজ কৌশল জেনে নেন তাহলে আপনি নিজেই বুঝে নিতে পারবেন, আপনার হোটেল ঘরে কোনো লুকানো ক্যামেরা আছে কি না। এ প্রতিবেদনে রইল এমন কিছু সহজ টিপস যাতে আপনি সহজেই লুকিয়ে থাকা গোপন ক্যামেরা খুঁজে বের করতে পারেন। গোপন ক্যামেরা কীভাবে চিনবেন? রুমের আলো নিভিয়ে মোবাইল ক্যামেরা ব্যবহার করুন।মোবাইল ক্যামেরা অন করে ঘরের দিকে ঘুরিয়ে দেখুন। যদি কোথাও থেকে লালচে বা নীলচে আলো চোখে পড়ে, তবে সেটি ইনফ্রারেড ক্যামেরার ইঙ্গিত হতে পারে। রুমের আয়নায় আঙুল ছুঁইয়ে দেখুন—আঙুলের স্পর্শ আর প্রতিফলনের মাঝে ফাঁকা থাকলে তা সাধারণ আয়না, আর সরাসরি ছোঁয়া গেলে তা হতে পারে 'টু-ওয়ে মিরর' যেখানে পেছনে ক্যামেরা লুকানো থাকে। এবার অ্যাপ দিয়েই শনাক্ত করুন হিডেন ক্যামেরা। প্লে-স্টোর বা অ্যাপ স্টোরে অনেক অ্যাপ পাওয়া যায়, যেমন ‘হিডেন ক্যামেরা ডিটেকটর’, ‘গ্লিন্ট ফাইন্ডার’ বা ‘ফিং’। এগুলো ফোনের সেন্সর ব্যবহার করে কাছাকাছি থাকা লুকানো ক্যামেরা বা রেকর্ডিং ডিভাইস খুঁজে বের করতে সাহায্য করে। হিডেন ক্যামেরা যদি ওয়াই-ফাইয়ের মাধ্যমে কাজ করে, তাহলে সেটি হোটেলের নেটওয়ার্কে সংযুক্ত থাকতে পারে। তাই আপনার ফোন দিয়ে Wi-Fi স্ক্যান করুন এবং দেখুন অচেনা কোনো ডিভাইস কানেক্টেড আছে কি না। সন্দেহজনক কিছু দেখলে সতর্ক হন। যদি কিছু সন্দেহজনক মনে হয়, দেরি না করে হোটেল কর্তৃপক্ষকে জানান। প্রয়োজনে রুম পরিবর্তন বা অন্য কোথাও থাকার ব্যবস্থা করুন। আপনার নিরাপত্তা এবং গোপনীয়তা সবার আগে। মনে রাখবেন, ছোট কিছু সাবধানতা আপনার ভ্রমণকে করে তুলতে পারে আরও নিশ্চিন্ত ও নিরাপদ। এমি/এটিএন বাংলা