ওয়াসা ভবন, ১ম তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ 01767000000
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর g
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষ গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই সংকটের সমাধান চায়। আর সকলের মধ্যে ঐক্য বজায় থাকলে যে কোনো সংকট মোকাবিলা করে সফল হওয়া সম্ভব। আজ রোববার (২৭ জুলাই) রাজধানীর ব্র্যাক সেন্টারে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। ফখরুল জানান, বিএনপি জনগণের প্রয়োজন ও চাহিদা সম্পর্কে সচেতন। রাষ্ট্র কাঠামোর পরিবর্তন এখন সময়ের দাবি এবং বিএনপি সেই লক্ষ্যে সচেতনতার সঙ্গে অগ্রসর হচ্ছে। তিনি বলেন, “আমরা এখন এক ধরনের ট্রানজিশন পিরিয়ডে আছি। তবে এটাকে আমরা একটি সুযোগ হিসেবেও দেখছি। একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছে। যদি তা কাজে লাগাতে পারি, তাহলে অবশ্যই সফল হতে পারব।” তিনি আরও বলেন, “সবকিছু মানুষের উপর নির্ভর করে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে সফলতা সম্ভব। ১৯৭১ সালে যেমনটি হয়েছিল, তেমনি ২০২৪ সালেও তা প্রমাণিত হয়েছে।” দক্ষিণাঞ্চলের উন্নয়নের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু এখন সময়োপযোগী ও প্রয়োজনীয় প্রকল্প। দক্ষিণাঞ্চলের বহু অঞ্চল আজ বাসযোগ্যতা হারাচ্ছে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অনেক আগেই দ্বিতীয় পদ্মা সেতুর কথা বলেছিলেন।” সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান, “সংস্কারের প্রয়োজনীয়তা বিএনপি আগে থেকেই উপলব্ধি করেছে। তারেক রহমান ৩১ দফা দিয়েছেন, যেটি একটি স্পষ্ট রূপরেখা। তবে রাজনৈতিক অঙ্গীকারের পাশাপাশি জনগণের মধ্যেও এই দাবির প্রতিধ্বনি তুলতে হবে।” সেমিনারে অংশগ্রহণকারীরা পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু প্রকল্পের বাস্তবতা, সম্ভাবনা এবং পরিবেশগত দিকগুলো নিয়েও আলোচনা করেন। /টিএ