ওয়াসা ভবন, ১ম তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ 01767000000
Design & Developed by:
এ সম্পর্কিত আরও খবর g
৫ আগস্ট ঐতিহাসিক 'জুলাই অভ্যুত্থানের' প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচি পালিত হলেও জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পাঁচ নেতা সেই সময়ে ব্যক্তিগত সফরে কক্সবাজারে অবস্থান করেন। বিষয়টি দলীয় শৃঙ্খলা ভঙ্গের পর্যায়ে পড়ে বলে মনে করছে পার্টির নেতৃত্ব। ফলে ওই পাঁচ নেতার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেছে এনসিপি। বুধবার (৬ আগস্ট) দলের পক্ষ থেকে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়, কক্সবাজার সফর সম্পর্কে ‘রাজনৈতিক পর্ষদ’কে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। অভিযুক্ত নেতারা হলেন— তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী। শোকজ নোটিশে দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং সংশ্লিষ্টদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্তদেরকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে। এনসিপি সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই দিনে দায়িত্বশীল নেতাদের এমন অবহেলা নেতৃত্বের প্রতি অনাস্থার বার্তা দেয়। বিষয়টি কেন্দ্রীয় কমিটিতে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে এবং দলীয় শৃঙ্খলার প্রশ্নে তা মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে পার্টি। এছাড়া ব্যাখ্যা সন্তোষজনক না হলে সংগঠনের নীতিমালার আলোকে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এনসিপি। ‘জুলাই অভ্যুত্থান’-পরবর্তী নতুন ব্যবস্থার প্রথম বার্ষিকীকে ঘিরে এমন ঘটনার প্রেক্ষাপটে দলের ভেতরেই ক্ষোভ দানা বাঁধছে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। যদিও কেন শীর্ষ এই পাঁচ নেতা তখন কক্সবাজার অবস্থান করছিলেন তার নিদির্ষ্ট কারণ এখনো জানা যায়নি। /টিএ