এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
গত ১২ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে শিক্ষক দিবস ২০২৫ উদযাপন করে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় এক মননশীল ও বুদ্ধিবৃত্তিক আলোচনা সভা।অনুষ্ঠানের শুরুতে দেশবরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের প্রয়াণে এক মিনিট নীরবতা পালন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির সম্মানিত উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী। তিনি তাঁর বক্তব্যে ছাত্রজীবনের শিক্ষকদের স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বলেন, "একজন শিক্ষকের প্রভাব কেবল পাঠদানে সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীর চরিত্র, নৈতিকতা ও জীবনদর্শন গঠনে তিনি অনন্য ভূমিকা রাখেন।"আলোচনা সভায় স্বাগত
বক্তব্য প্রদান করেন ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জনাব তৌহিদুল কবির।শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিইউবিটির আইকিউএসি পরিচালক অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ব্যবসায় ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ মাসুদ হোসেন অধ্যাপক ঘোষের একাডেমিক জীবন ও গবেষণামূলক কর্মকাণ্ড নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, "অধ্যাপক ঘোষ ভবিষ্যৎ শিক্ষকদের জন্য এক অনুকরণীয় ব্যক্তিত্ব এবং একাডেমিক সততা ও নিষ্ঠার উজ্জ্বল উদাহরণ।"বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য ও ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ আবু সালেহ। তিনি তাঁর বক্তব্যে শিক্ষকদের মর্যাদা রক্ষা ও অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।সম্মাননা প্রাপ্ত অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ তার বক্তব্যে শিক্ষকতা জীবনের দীর্ঘ ও সমৃদ্ধ অভিজ্ঞতা শেয়ার করেন এবং শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান।অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি ছিল শ্রদ্ধা, ভালোবাসা ও আত্মসমালোচনার এক অনন্য আবহে পরিপূর্ণ-যা শিক্ষার মহিমা ও শিক্ষকদের অবদানকে আরও একবার স্মরণ করিয়ে দেয়।