আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চতুর্থ ও শেষ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ১৬০ রানের বড় লিড নিয়েছে স্বাগতিক ভারত। ইংল্যান্ডের ২০৫ রানের জবাবে ভারত নিজেদের প্রথম ইনিংসে করেছে ৩৬৫ রান।
ভারতের পক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। ১১৮ বলে ১০১ রানের ইনিংস খেলেছেন তিনি। ওয়াশিংটন সুন্দর অপরাজিত থাকেন ৯৬ রানে।
ইংল্যান্ডের পক্ষে বেন স্টোকস ৪টি উইকেট লাভ করেছেন। জেমস অ্যান্ডারসন ৩টি উইকেট নিয়েছেন। সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ড জিতলেও পরের দুই টেস্টে জয় পেয়েছে ভারত। সিরিজ বাঁচাতে হলে এ টেস্টে জয়ের বিকল্প নেই ইংলিশদের।