মেসির সামনে আজ ৪১তম শিরোপার হাতছানি

মেসির সামনে আজ ৪১তম শিরোপার হাতছানি

খেলাধুলা
ট্রফি দ্য চ্যাম্পিয়ন্সে’র ফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে পিএসজি ও এফসি নতেঁ। রাত ১২টায় ইসরায়েলের রাজধানী তেল আবিবের ব্লুফিল্ড স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

ম্যাচটি খেলতে কয়েক দিন আগেই তেল আবিবে পৌঁছে গেছেন মেসি-নেইমাররা। ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ‘ফাইনালিসিমা’ ট্রফি জেতার পর আজ আরো একটি ট্রফি যোগ হতে পারে মেসির ক্যারিয়ারে।

নঁতের বিপক্ষে আজ জিতলে সেটি হবে মেসির ৪১তম দলীয় শিরোপা।

৪৩টি দলীয় শিরোপা জিতে সবার ওপরে রয়েছেন ব্রাজিলীয় তারকা দানি আলভেস। আজ পিএসজি জয় পেলে মেসি পৌঁছে যাবেন আলভেসের আরো কাছে। ইসরায়েল থেকে ফিরে লিগ ওয়ানের জন্য প্রস্তুত হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। আগামী ৭ আগস্ট লিগের প্রথম ম্যাচে ক্লেরমন্ট ফুটের বিপক্ষে খেলবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *