‘দাগি’ সিনেমার টিজারে তিনটি ভিন্ন লুকে দেখা গেলেন আফরান নিশো।

বিনোদন

অফরান নিশো ফিরলেন পর্দায় ‘দাগি’ সিনেমার মাধ্যমে, প্রায় দুই বছর পর নতুন লুকে দেখা যাচ্ছে তাকে। ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া এই সিনেমার টিজার প্রকাশিত হয়েছে মঙ্গলবার বিকেলে, যা দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। টিজারে আফরান নিশোকে তিনটি ভিন্ন লুকে এবং বিভিন্ন পরিস্থিতিতে দেখা যায়, তাঁর চরিত্রের নাম নিশান। প্রথমে তিনি বড় চুলে, তারপর স্বাভাবিক লুকে এবং শেষে ৭৮৬ নম্বর কয়েদির পোশাকে উপস্থিত হন। এছাড়া, টিজারে তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল এবং শহীদুজ্জামান সেলিমও উপস্থিত ছিলেন।

এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকির প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। নির্মাতা বলেন, ‘টিজারটি ভালো সাড়া পাচ্ছে, তবে এটা তো শুধু প্রথম ঝলক, আরও অনেক চমক আসবে।’ প্রযোজক শাহরিয়ার শাকিল জানান, ‘দর্শক যখন সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখবেন, তখন আমাদের প্রচেষ্টা সফল হবে।’

এছাড়া, ঈদে মুক্তির জন্য অন্যান্য সিনেমার চেয়ে প্রচারের দিক দিয়ে ‘দাগি’ কিছুটা পিছিয়ে ছিল। তবে প্রযোজকের দাবি, প্রচারের সময় ঠিকভাবেই নির্ধারণ করা হয়েছিল। আফরান নিশো বলেন, ‘টিজারটা শুধু ইঙ্গিত দেয়, পুরো সিনেমার প্রতিটি দৃশ্যে গভীর অর্থ রয়েছে।’

‘দাগি’ সিনেমায় শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশারসহ আরও অনেক অভিনেতা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। নির্মাতারা দাবি করেছেন, সিনেমাটি দেশের দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা এনে দেবে, কারণ এর গল্প মুক্তি ও প্রায়শ্চিত্তের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *