মাত্র ১ পয়েন্ট আর ৩৪০ ডট বল খেলে ব্যর্থতার গল্প লিখে দেশে ফিরল বাংলাদেশ।

খেলাধুলা

২৫ বছরের হতাশার ধারা অব্যাহত, ১ পয়েন্ট নিয়ে দেশে ফিরল বাংলাদেশ

আবারও একই গল্প—হতাশা আর ব্যর্থতার মিশেল। ২৫ বছর ধরে আইসিসি ইভেন্টে বাংলাদেশের সাফল্য বলতে শুধু হতাশাই ধরা দিয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপপর্ব থেকে ছিটকে গিয়ে বাংলাদেশ দল গতকাল রাতে দেশে ফিরেছে। তাদের প্রাপ্তি বলতে কেবলই ১ পয়েন্ট, সেটিও বৃষ্টির কল্যাণে।

দুবাইয়ে প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে ৬ উইকেটের হার দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি মিশন। এরপর গুরুত্বপূর্ণ দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও পারফরম্যান্সের উন্নতি হয়নি। কিউইদের কাছে ৫ উইকেটের পরাজয়ে আগেই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের বিদায়।

শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা থাকলেও, বৃষ্টির কারণে সেটি পরিত্যক্ত হয়। ফলে দুই দলই ১ পয়েন্ট ভাগাভাগি করে নেয়। ১ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে তৃতীয় স্থানে থেকে বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শেষ করে। তবে শুধু হারই নয়, আলোচনার কেন্দ্রে ছিল বাংলাদেশের ব্যাটিংয়ের ধীরগতির ‘অ্যাপ্রোচ’। লড়াই করার মানসিকতাই যেন অনুপস্থিত ছিল দলে।

প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ৪৯.৪ ওভারে ২২৮ রানে অলআউট হয় বাংলাদেশ। সেই ইনিংসে ২৯৮ বলের মধ্যে ১৫৯ বলই ছিল ডট। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে চিত্রটা আরও হতাশাজনক। ৩০ ওভারে ২৩৬ রান তুলতেই গুটিয়ে যায় দল, সেখানে ৩০০ বলের মধ্যে ১৮১ বলই ছিল ডট!

মোট দুই ম্যাচে ৫৯৮ বল খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ, যার মধ্যে ৩৪০ বলেই রান নিতে ব্যর্থ হয় তারা। অর্থাৎ, প্রায় একটি সম্পূর্ণ ম্যাচের সমান ডট বল খেলেছে দল। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার চ্যাম্পিয়নস ট্রফিতেও গ্রুপপর্ব থেকেই বিদায় নিল বাংলাদেশ।

দেশে ফিরে মিরাজ-শান্তরা এবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অংশ নেবেন। তবে আন্তর্জাতিক মঞ্চে ব্যর্থতার এই ধারা থেকে বের হওয়ার উপায় খুঁজতে হবে এখনই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *