মাগুরায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম কর্মশালা অনুষ্ঠিত

দেশজুড়ে

টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মাগুরায় মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর দিনব্যাপী কর্মশালা স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে এ কার্যক্রমে জেলার ১৫০ জন মন্দির ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক,অভিভাবক, এবং ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন । অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রোকনুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. শ্রী বীরেন শিকদার এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা,জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, হিন্দু কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি শ্যামল কুমার,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুণ্ডু, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট সঞ্জিত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক রাজেশ গোপাল বিশ্বাস, ধর্মীয় নেতা চিন্ময় আনন্দ দাস-সহ অন্যান্য।
কর্মশালায় ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে দেশ গঠনে এগিয়ে আসতে আহ্বান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *