বিরোধীদলের আন্দোলনে নির্বাচনে বিঘ্ন ঘটবে না : ইসি আলমগীর

বাংলাদেশ

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘বিরোধীদলের আন্দোলন নির্বাচনে বিঘ্ন হবে না। এ ছাড়া বিদেশিদের কোনো চাপ নেই। বরং অন্যরা ইসির চাপে আছে।’

ময়মনসিংহে আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে ভাষা শহীদ আব্দুর জব্বার মিলনায়তনে এক মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

ইসি আলমগীর বলেন, ‘বিরোধীদলের চলমান আন্দোলন দ্বাদশ জাতীয় নির্বাচনে বিঘ্ন ঘটাবে, এমন কোনো আশঙ্কা নেই। আমাদের আইনশৃঙখলা বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। নির্বাচনকে প্রতিহত করতে বিচ্ছিন্ন কিছু সহিংস ঘটনা ঘটলেও তা ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে পারবে না। ভোটারদের ভালো উপস্থিতি থাকবে বলে আমরা আশাবাদী। নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হয়ত সেনাবাহিনীও থাকবে।’

ইসি আলমগীর আরও বলেন, ‘নির্বাচনের পরিবেশ দেখে বিদেশিরা সন্তুষ্ট। নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই। বরং নির্বাচন কমিশনের চাপে আছে অন্যরা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *