মাগুরায় সাকিবের মনোনয়ন জমা, নির্বাচন কমিশনের শোকচ

বাংলাদেশ

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে আজ দুপুরে মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতিকের মনোনিত প্রার্থী হিসাবে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। অন্যদিকে গতকাল সাকিব মাগুরায় আগমন কালে বিশাল শো-ডাউন দেওয়ার অভিযোগে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে নির্বাচনী আচরণ বিধি ভংঙ্গের কারনে শোকচ করা হয়েছে।

এ বিষয়ে সাকিব বলেন, তিনি শোকচের বিষয়ে টিভিতে দেখেছেন, কিন্তুু কোন চিঠি পাননি। তবে চিঠি পেলে তিনি জবাব দিবেন বলে জানান।

মাগুরার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু নাসের বেগ এ বিষয়ে বলেন, তিনি সাকিব কে কোন শোকচ করেননি। মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, তাকে আচরণ বিধি ভংঙ্গের অভিযোগে নির্বাচন কমিশন ঢাকা থেকে শোকচ করেছেন।
মাগুরা জেলা নির্বাচন অফিসার মোঃ মাসুদুর রহমান বলেন, তিনিও সাকিবের শোকচের বিষয়ে কোন চিঠি এখন পর্যন্ত পাননি।

মাগুরা-১আসনে নৌকা, লাঙ্গল, গোলাপ ফুল, ডাব, টেলিভিশনসহ ৫ জন এবং মাগুরা-২ আসনে নৌকা, বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী অবসর প্রাপ্ত কর্নেল শরীফ উদ্দিন,লাঙ্গল, গোলাপফুল, ডাবসহ ৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

 

মোঃসুজন মাহামুদ
মাগুরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *