আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির বিভিন্ন দিকসহ দলীয় নানান বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নিতে কার্যনির্বাহী কমিটির বৈঠকে বসছে আওয়ামী লীগ। আগামী বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা উপকমিটি গঠন, তফসিল পরবর্তী দলীয় কর্মসূচি, বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণের পথ নির্ধারণসহ নানান সিদ্ধান্ত নেওয়া হবে।
আসন্ন বৈঠকের বিষয়ে সোমবার রাতে আওয়ামী লীগের দপ্তর উপসম্পাদক সায়েম খান এনটিভি অনলাইনকে বলেন, ‘নির্বাচন পরিচালনা উপকমিটি গঠন, আগামী দিনে দলীয় কর্মসূচি নির্ধারণ বৈঠকের এজেন্ডায় রয়েছে। আরও বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিকনির্দেশনা দেবেন।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের চোরাগোপ্ত হামলা, গণতন্ত্র ও সংবিধানিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের যে রাজনীতি, তাদেরকে রুখে দেওয়া এবং মোকাবিলা করা। একইসঙ্গে তৃণমূল মানুষের অর্থনীতির সংকট বাড়ানোর যে অপরাজনীতি, সেই অবস্থায় কী কৌশল, কী পদ্ধতিতে দেশের মানুষকে রক্ষা করা যাবে, সেই বিষয়ে আলোচনা হবে। দেশের গণতন্ত্র ও আগামী নির্বাচন সব মিলিয়ে ৯ তারিখের মিটিং খুব গুরুত্বপূর্ণ। সেদিন নির্বাচনের মূল কমিটি হবে ও উপকমিটি হবে। এগুলো বৈঠকের এজেন্ডার ভেতরেই আছে।’