দুই বছর আগে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে রীতিমতো ঝড় তুলে ‘পুষ্পা: দ্য রাইজ’। বক্স অফিসে দারুণ ব্যবসা করে। সেইসাথে প্রশংসা কুড়ায় সিনেমাপ্রেমীদের। সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। প্রথম কিস্তির পর থেকেই এর দ্বিতীয় পার্টের অপেক্ষায় মুখিয়ে রয়েছেন দর্শকরা।
শোনা যায়, চলতি বছরই মুক্তির কথা ছিল ‘পুষ্পা টু’ সিনেমার। কিন্তু সেটা আর হচ্ছে না বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। যদিও এখন পর্যন্ত এই বিষয়ে সিনেমা সংশ্লিষ্টদের কোনো ঘোষণা আসেনি।
একটি সূত্রে জানা যায়, নির্মাতা সুকুমার সিনেমাটি খুব যত্ন নিয়ে নির্মাণ করছেন। তাই মুক্তির জন্য আরও সময় প্রয়োজন। মূলত এ কারণেই ২০২৪ সালে মুক্তি পাবে ‘পুষ্পা টু’।
সুকুমার নির্মিত ‘পুষ্পা’ মুক্তির পর বিশ্বব্যাপী সিনেমাটি আয় করে ৩৫০ কোটি রুপি। শুধু হিন্দি ভার্সনেই এটি আয় করেছিল ১০০ কোটি রুপি। প্রথম কিস্তির বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার দ্বিতীয় কিস্তির বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি। তাই চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন, ‘পুষ্পা টু’ দারুণ সাড়া ফেলবে বক্স অফিসে।
আবারও ‘পুষ্পা টু’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা। এছাড়াও বিশেষ চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে।