কয়েকদিন আগেই কেক কেটে ছেলে রাজ্যের জন্মের ৯ মাস পূর্তি উদযাপন করেন চিত্রনায়িকা পরীমণি। তবে মা দিবসেই অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী। তীব্র জ্বর নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন তিনি।
মঙ্গলবার (১৬ মে) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একমাত্র ছেলে ছেলে রাজ্যকে নিয়ে আবেগঘন এক পোস্ট দিয়েছেন পরীমণি।তিনি লিখেছেন, গতকাল ৮ ঘন্টার মাথায় রাজ্যের কান্নার জন্যে আমার ক্যানোলা খুলে দেয়া হয়। আজকে বাটারফ্লাই দিয়ে আমাকে অ্যান্টিবায়োটিক দেয়া হয়। সেখানে এই ছোট্ট একটা ব্যান্ডেজও সে রাখতে দেবে না।
‘সকালে ডক্টর রুমে ঢোকার সাথে সাথে রাজ্য আমার গলা শক্ত করে জরিয়ে ধরে। থার্মোমিটারটা পর্যন্ত ওর সামনে বের করতে পারেনা কেউ। আর কি লিখবো! গলাটা ধরে এলো কান্নায়।’
১৪ মে মা দিবসের দিন রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন পরীমণি। ফেসবুকে নায়িকা জানিয়েছন, জ্বরে ভুগছেন তিনি। শরীর বেশি খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।